Iraq : ইরাকের মার্কিন এয়ারবেসে হামলা ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর, ঘটনায় আহত বেশ কয়েকজন
ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন মার্কিন সেনা
ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্যে করে হামলা চালাল ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী। ঘটনার জরে আহত হয়েছেন বেশ কিছু মার্কিন সেনা। শনিবার আল আসাদ (Al Assad) এয়ার বেসে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে ব্যালস্টিক মিসাইল হামলা চালানো হয়। ইউএস সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এমন তথ্য।
সোশ্যাল মিডিয়ায় সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে , " ২০ জানুয়ারী সন্ধ্যে ৬.৩০ মিনিটে বেশ কয়েকটি ব্যালেস্টিক মিসাইল সহযোগে হামলা চালানো হয়। পশ্চিম ইরাকের আল আসাদ এয়ারবেসে। এর মধ্যে বেশ কিছু মিসাইলকে প্রতিহত করা হয়। কিছু গিয়ে আঘাত করে এয়ার বেসে। বেশ কিছু সেনা জওয়ানের ব্রেন সার্জারি করা হয়েছে। একজন ইরাকের কর্মচারী আহত হয়েছেন।"
শনিবার মার্কিন সেনার পক্ষ থেকে হাউতিদের (Howthi) বিরুদ্ধে বিমান হামলা চালানো হয়। গালফ অফ এডেনে।
এর আগেও বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে মোট ৪ বার লোহিত সাগরে হাউতিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বিমান।
যদিও হাউতিদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ইজরায়েলের বাণিজ্য জাহাজ লোহিতসাগরে দেখা মিললেই তাতে হামলা করা হবে। যতক্ষণ না পর্যন্ত প্যালেস্তাইনে হামলা করা বন্ধ করছে ইজরায়েলের সেনা।