Russia-Ukraine War: ক্রিমিয়াতে ঘাঁটি, ইউক্রেনে হামলা চালাতে রাশিয়াকে ক্ষেপনাস্ত্র দিচ্ছে তেহরান, দাবি আমেরিকার

মার্কিন আধিকারিক জন কিব্রি দাবি করেন, ইউক্রেনে হামলার জন্য ক্রিমিয়াতে ঘাঁটি গেঁড়েছে রুশ বাহিনী। ইরানের যে সমস্ত ধ্বংসাত্মক ক্ষেপনাস্ত্র রয়েছে, সে বিষয়ে পুতিন বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে ইরান।

Russia-Ukraine War (Photo Credit: File photo)

ওয়াশিংটন, ২১ অক্টোবর: যত দিন গড়াচ্ছে তত জটিল হচ্ছে রাশিয়া-ইউক্রেনের (Russia-Ukraine War) যুদ্ধ। সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিভ-সহ একাধিক শহরে রুশ ক্ষেপনাস্ত্র হামলা শুরু করেছে। রুশ ক্ষেপনাস্ত্রের হামলায় ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলি ভেঙে পড়তে শুরু করেছে বলে দাবি করা হয় কিভের তরফে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যখন অন্যমাত্রা নিচ্ছে, সেই সময় বিস্ফোরক দাবি করল আমেরিকা। ওয়াশিংটনের দাবি, রুশ সেনাকে প্রশিক্ষণ দিতে ক্রিমিয়ায় পৌঁছেছে ইরানের সেনা। ইরানের (Iran) বহু ধ্বংসাত্মক ক্ষেপনাস্ত্র আমদানি করে, তার ব্যবহার করছে রাশিয়া। রুশ বাহিনীকে প্রশিক্ষণ দিতই ক্রিমিয়াতে পৌঁছেছে ইরানের সেনা বাহিনী। শুধু তাই নয়, বর্তমানে রাশিয়া যে ক্ষেপনাস্ত্রের মাধ্যমে ইউক্রেনে হামলা চালাচ্ছে, তা আদতে ইরান থেকে আমদানি করা বলেও দাবি করা হয় আমেরিকার তরফে।

মার্কিন আধিকারিক (America)  জন কিব্রি দাবি করেন, ইউক্রেনে হামলার জন্য ক্রিমিয়াতে ঘাঁটি গেঁড়েছে রুশ বাহিনী। ইরানের যে সমস্ত ধ্বংসাত্মক ক্ষেপনাস্ত্র রয়েছে, সে বিষয়ে পুতিন বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে ইরান। ইউক্রেনের বিভিন্ন জায়গায় রাশিয়া যে ক্ষেপনাস্ত্র দিয়ে ধ্বংসলীলা চালাচ্ছে, তা সব ইরানের বলে দাবি করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে।

আরও পড়ুন: Russia-Ukraine War: বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দিচ্ছে রাশিয়ার ক্ষেপনাস্ত্র, 'অন্ধকার' ইউক্রেনে মানুষকে সতর্ক করলেন জেলেনস্কি

ইরানের বাহিনী যেভাবে ক্রিমিয়ায় রুশ সেনাকে প্রশিক্ষণ দিচ্ছে, তাতে প্রমাণিত রাশিয়ার সঙ্গে তেহরানের (Tehran) স্পষ্ট যোগসূত্র। ইউক্রেনে  হামলার জন্য রাশিয়া ইরান থেকে ক্ষেপনাস্ত্র-সহ একাধিক অস্ত্র আমদানি করছে বলে দাবি আমেরিকার। ইউক্রেনে যেভাবে সাধারণ মানুষকে রাশিয়া হত্যা করছে, সেখানে ইরানে প্রত্যক্ষ মদত রয়েছে বলেও দাবি করা হয় জো বাইডেন সরকারের তরফে। আমেরিকার এই বিস্ফোরক দাবির প্রেক্ষিতে রাশিয়ার তরফে এখনও পালটা কোনও মন্তব্য করা হয়নি।