Iran : ব্রিকসের ভার্চুয়াল সম্মেলনে ইজরায়েলকে কড়া ভাষায় আক্রমন ইরানের
ইসরায়েল হামাস যুদ্ধের মধ্যে আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দিয়ে ইজরায়েলের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি
ব্রিকসের ভার্চুয়াল সম্মেলনে ইজরায়েলের বিরুদ্ধে কড়া বাক্য শোনালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। জায়নবাদী সাম্রাজ্যবাদীকে অপরাধী অ্যাখ্যা দেন তিনি এবং বর্তমান সময়ে যা কিছু ঘটছে তার জন্য পশ্চিমাদের জন্য তৈরী অসম আর্ন্তজাতিক আইনকে দোষারোপ করেন তিনি।
ব্রিকসের সম্মেলনে যোগ দিয়ে রাইসি জানান গাজার বিষয়টি এক মানবিকতা এবং বিচারের। তিনি জানান, "জায়নবাদী এবং তার সহযোগীরা শুধুমাত্র মানববিকতার নিয়ম লঙ্ঘন করেনি।বিশ্বের মানুষকে ভুল খবর তথ্য সম্পচারের মাধ্যমে ভুল বুঝিয়েছে। "
এছাড়া তিনি আরও জানান যে, "একটি দখলদার হিসেবে আমেরিকার সম্পূর্ণ মদতে সেখানকার মানুষদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং যুদ্ধঅপরাধের মতন অপরাধ করে চলেছে।রাজনৈতিক এবং সামরিক নেতৃত্বরাও প্রকাশ্যে প্যালেস্তানীয়দের হত্যার কথা বলছেন।"
৭৫ বছরের দখলদারের রাজত্বে অনেক ঝামেলা হয়েছে ওয়েস্ট ব্যাঙ্কে।এক বছরের মধ্যেই প্যালেস্তাইনের সশস্ত্র বাহিনীর ২০০ শহীদ হয়েছে। সেখানে কি কোন মিসাইল ছিল ?এই দখলদারের মূল লক্ষ্য হচ্ছে ব্যাহ্ককে খালি করা এবং সেখানকার মানুষদের জর্ডানে পলায়ন করতে বাধ্য করা। যদিও এসবের বিরুদ্ধে হামাস সেখানে প্রতিরোধ গড়ে তুলেছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট।