Iran-Israel War: ইজরায়েলি সেনার ক্যাম্পে হামলা ইরান সমর্থিত হেজবুল্লা জঙ্গিদের, আহত ১৪

ইজরায়েলের তরফ থেকে ইরানের উপর ছোট্ট হামলা হলেও,তার জবাব অত্যন্ত শক্তপোক্তভাবেই দেওয়া হবে। ইরানে কোনও ধরনের হামলা হলে, তেহরান কখনওই ছেড়ে দেবে না বলে স্পষ্ট জানান সে দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

Iran Attacks Israel (Photo Credit: Twitter)

ইরান (Iran) সমর্থিত হেজবুল্লা জঙ্গিদের হামলায় এবার পরপর ১৪ জনের আহত হওয়ার খবর মিলছে। ইরান সমর্থিত হেজবুল্লা জঙ্গিরা ইজরায়েলের (Israel)সেনা ক্যাম্প নিশানা করে সেখানে হামলা চালায়। যার জেরে ১৪ জন আহত হন বলে খবর। যা নিয়ে আন্তর্জাতিক মহলে শোরগোল শুরু হলে, পালটা মুখ খোলে ইরান। ইজরায়েল যদি ইরানে ছোটখাটও হানাদারি চালায়, তাহলে তার ফল ভুগতে হবে নেতানিয়াহুর দেশকে। ইজরায়েলের তরফ থেকে ইরানের উপর ছোট্ট হামলা হলেও,তার জবাব অত্যন্ত শক্তপোক্তভাবেই দেওয়া হবে। ইরানে কোনও ধরনের হামলা হলে, তেহরান কখনওই ছেড়ে দেবে না বলে স্পষ্ট জানান সে দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

আরও পড়ুন: Israel-Iran War আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে আক্রমণ ইজরায়েলের, তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা স্পষ্ট

এদিকে ইরান যেভাবে সুর চড়াতে শুরু করেছে, তার পরিবর্তে ইজরায়েল পশ্চিমী বিশ্বের একাধিক দেশের সঙ্গে আলোচনা শুরু করেছে। ইতিমধ্যেই বেঞ্জামিন নেতানিয়াহু ব্রিটেন এবং জার্মানির বিদেশমন্ত্রীদের সঙ্গে কথা বলেন। যে কোনও ধরনের হামলা হলে, ইজরায়েলের নিজেকে রক্ষার অধিকার রয়েছে বলে মন্তব্য করেন বেঞ্জামিন নেতানিয়াহু।