Iran Issues Arrest Warrant Against Donald Trump: জেনারেল কাসেম সোলেমানির হত্যার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ইরানের
এমনিতেই তেহরান পরমাণু চুক্তি নিয়ে ইরান আমেরিকার মধ্যে দ্বন্দ্ব বিদ্যমান। এবার মার্কিন প্রেসিডেন্টের (US president Donald Trump) নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইরান সেই শত্রুতার সম্পর্ককে আরও দীর্ঘ করল। কয়েক মাস আগে মার্কিন সোনার ড্রোন হামলায় বাগদাদে নিহত হন ইরানের এক জেনারেল। তারপর থেকেই প্রতিশোধ স্পৃহায় ফুঁসছিল তেহরান। সেই হামলার পরিপ্রেক্ষিতেই এদিন মার্কিন প্রেসিডেন্ট-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ইরান। এমনকী ডোনাল্ড ট্রাম্পকে আটক করতে ইন্টারপোলের সাহায্য চেয়েছে ইরান। তেহরানের প্রসিকিউটর আলি আলকাসিমাহর বলেন, গত ৩ জানুয়ারি বাগদাদে জেনারেল কাসেম সোলেমানির হত্যার ঘটনায় ডোনাল্ড ট্রাম্প-সহ আরও ৩০ জন জড়িত।
তেহরান, ৩০ জুন: এমনিতেই তেহরান পরমাণু চুক্তি নিয়ে ইরান আমেরিকার মধ্যে দ্বন্দ্ব বিদ্যমান। এবার মার্কিন প্রেসিডেন্টের (US president Donald Trump) নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইরান সেই শত্রুতার সম্পর্ককে আরও দীর্ঘ করল। কয়েক মাস আগে মার্কিন সোনার ড্রোন হামলায় বাগদাদে নিহত হন ইরানের এক জেনারেল। তারপর থেকেই প্রতিশোধ স্পৃহায় ফুঁসছিল তেহরান। সেই হামলার পরিপ্রেক্ষিতেই এদিন মার্কিন প্রেসিডেন্ট-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ইরান। এমনকী ডোনাল্ড ট্রাম্পকে আটক করতে ইন্টারপোলের সাহায্য চেয়েছে ইরান। তেহরানের প্রসিকিউটর আলি আলকাসিমাহর বলেন, গত ৩ জানুয়ারি বাগদাদে জেনারেল কাসেম সোলেমানির হত্যার ঘটনায় ডোনাল্ড ট্রাম্প-সহ আরও ৩০ জন জড়িত।
তবে ট্রাম্প ছাড়া অন্যদের কারও পরিচয় দেননি আলি আলকাসিমাহর। বরং তিনি বলেছেন, এই হত্যার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে আইনি কার্যাবলী চালিয়ে যাবে ইরান। তাতে তাঁর প্রেসিডেন্ট পদের সময়সীমা ফুরিয়ে গেলেও রেহাই মিলবে না। যদিও ইরানের এহেন অনুরোধের পরিপ্রেক্ষিতে ফ্রান্সের লিওনে অবস্থিত ইন্টারপোল এখনও কোনও মন্তব্য করেনি। যদিও আলি আলকাসিমাহর-এর দাবি, ইন্টারপোলের কাছে ডোনাল্ড ট্রাম্প-সহ বাকিদের বিরুদ্ধে রেড কর্ণার নোটিস জারির আবেদন করা হয়েছে। যা আসলে ইন্টারপোলের কাছে সবথেকে উচ্চস্তরের গ্রেপ্তারির অনুরোধ বলা যেতে পারে। আরও পড়ুন-'Lord Krishna Sent Corona': ‘ভগবান শ্রীকৃষ্ণ করোনাকে পাঠিয়েছেন’, কংগ্রেস নেতার মন্তব্যের জেরে নেটদুনিয়ায় তুলকালাম
ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারির অনুরোধ পেয়ে ইন্টারপোলের তরফে সদস্যদের মধ্যে একটি বৈঠক ডাকা হয়। যদিও এমন অনুরোধকে জনসমক্ষে আনতে নারাজ ইন্টারপোল, তবে সংস্থার ওয়েবসাইটে বিষয়টি প্রকাশিত হয়েছে।