Viagra Pills: বিপুল পরিমাণ যৌন উত্তেজনা বর্ধক ওষুধ পাচার করতে গিয়ে শিকাগো বিমানবন্দরে আটক ভারতীয় যাত্রী

বেআইনিভাবে ভায়াগ্রা আমদানি করে বিমানপথে পাচার করার কারণে শিকাগো বিমান বন্দরে আটক ভারতীয় যাত্রী। পুরুষাঙ্গে রক্ত চলাচল বাড়ানোর পাশাপাশি পুরুষাঙ্গের কোষের শিথিলতার সময়সীমা বাড়ানোর কাজ করে এই ভায়াগ্রা পিল। যৌন উত্তেজনা বর্ধক ওষুধই হল ভায়াগ্রা। ৩,২০০ টি যৌন উত্তেজনা বর্ধক ওষুধ নিয়ে ভারত থেকে আমেরিকায় যাত্রা করেন ওই ব্যক্তি। যার মূল্য প্রায় ৯৬,০০০ মার্কিন ডলার। শিকাগো বিমান বন্দরে ব্যাগ স্ক্যান করা হলে ওষুধের পেটি লক্ষ্য করেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাস্টমস বাহিনীরা। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।

ভায়াগ্রা পিল (Picture Credits: Pixabay (Representative photo )

ওয়াশিংটন, ৬ ফেব্রুয়ারি: বেআইনিভাবে ভায়াগ্রা আমদানি করে বিমানপথে পাচার করার কারণে শিকাগো বিমান বন্দরে (Chicago Airport) আটক ভারতীয় যাত্রী। পুরুষাঙ্গে রক্ত চলাচল বাড়ানোর পাশাপাশি পুরুষাঙ্গের কোষের শিথিলতার সময়সীমা বাড়ানোর কাজ করে এই ভায়াগ্রা পিল (Viagra Pills)। যৌন উত্তেজনা বর্ধক ওষুধই হল ভায়াগ্রা। ৩,২০০ টি যৌন উত্তেজনা বর্ধক ওষুধ নিয়ে ভারত থেকে আমেরিকায় যাত্রা করেন ওই ব্যক্তি। যার মূল্য প্রায় ৯৬,০০০ মার্কিন ডলার। শিকাগো বিমান বন্দরে ব্যাগ স্ক্যান করা হলে ওষুধের পেটি লক্ষ্য করেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাস্টমস বাহিনীরা। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।

কেন এত পরিমাণ ভায়াগ্রা নিয়ে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন, তা নিয়ে কোনও সদুত্তর দিতে না পারায় আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। সিবিপি তাদের বয়ানে জানিয়েছে, 'ব্যাগেজ পরীক্ষা করে কর্মকর্তারা দেখতে পান ওই যাত্রীর কাছে ৩,২০০টি সিলডেনাফিল সিট্রেট ট্যাবলেট রয়েছে। যাত্রীকে জিজ্ঞাসা করা হয় কেন এত পরিমাণ ওষুধ নিয়ে এসেছেন? উত্তরে বলেন বন্ধুদের জন্য এবং সেগুলি ভারতে কাউন্টার ওষুধের জন্য বিবেচিত'। আরও পড়ুন, করোনা চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র

সিবিপি আরও জানায়, নিয়ম অনুযায়ী ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থেকে কেনা প্রেসক্রিপশন ওষুধগুলি আমদানির অনুমতি দেয় না। কিছু যাত্রী কর্মকর্তাদের কাছ থেকে আড়াল করার চেষ্টা করে বিপজ্জনক জিনিস দেশের ভিতর নিয়ে আসার চেষ্টা করে, পাচারের চেষ্টা করে। সিবিপি একাধিকবার সফলভাবে এমন অসাধু কাজ আটকে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্দরে প্রবেশ করতে রুখে দিয়েছে।