Indian Origin Woman Harshita Brella Dies: স্বামীর নৃশংসতা, স্ত্রীর দেহ গাড়িতে লুকনো, লন্ডনে ভারতীয় বংশোদ্ভুদ হরসিতার মৃতদেহ উদ্ধারে পরতে পরতে রহস্য
হরসিতার লন্ডনের এক প্রতিবেশী জানান, বেশ কয়েকদিন আগে ভারতীয় বংশোদ্ভুদ তরুণীর বাড়ি থেকে তাঁরা চিৎকার করে কথা বলার শব্দ শুনতে পান। পুরুষ এবং মহিলা কণ্ঠের দুজনের ঝগড়াও শোনা যায়।
দিল্লি, ১৯ নভেম্বর: স্ত্রীকে খুনের অভিযোগে লন্ডন পুলিশ খুঁজছে ভারতীয় বংশোদ্ভুদ (Indian Woman Dies) যুবক পঙ্কজ লাম্বাকে (Pankaj Lamba)। হরসিতা ব্রেলাকে (Harshita Brellaখুনের অভিযোগে পঙ্কজকে খুঁজছে বিদেশের পুলিশ। পঙ্কজের বিরুদ্ধে অভিযোগ ওঠে, সে তার বছর ২৪-এর স্ত্রী হরসিতাকে খুন করে গাড়ির ডিকির মধ্যে লুকিয়ে রাখে। গত সপ্তাহে হরসিতার দেহ উদ্ধার করা হয় গাড়ির ডিকির ভিতর থেকে। হরসিতাকে কে খুন করল, তা নিয়ে জোরদার তদন্ত শুরু করে ব্রিটিশ (London) পুলিশ। এরপর পঙ্কজ লাম্বা আসে পুলিশের সন্দেহের তালিকায়। পঙ্কজই স্ত্রী হরসিতাকে খুন করে পালিয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তারপর থেকে পঙ্কজ লাম্বার খোঁজ চছে জোর কদমে। তবে পঙ্কজের খোঁজ ব্রিটিশ পুলিশ এখনও পায়নি বলে খবর। প্রসঙ্গত লন্ডনে ব্রিসবন রোডের উপর দাঁড় করানো একটি গাড়ির ডিকি থেকে হরসিতা লাম্বার মৃতদেহ পুলিশ উদ্ধার করে।
আরও পড়ুন: Indian Origin Woman Dies: চিৎকার, কান্নার শব্দ; গাড়ির ডিকি থেকে ভারতীয় তরুণীর মৃতদেহ উদ্ধার লন্ডনে
হরসিতার লন্ডনের এক প্রতিবেশী জানান, বেশ কয়েকদিন আগে ভারতীয় বংশোদ্ভুদ তরুণীর বাড়ি থেকে তাঁরা চিৎকার করে কথা বলার শব্দ শুনতে পান। পুরুষ এবং মহিলা কণ্ঠের দুজনের ঝগড়াও শোনা যায়। তবে অন্য ভাষায় কথোপকথন হওয়ায়, তাঁরা কী নিয়ে ঝগড়া করছিলেন, সে বিষয়ে প্রতিবেশীরা বুঝতে পারেননি।
যদিও পুরুষ কণ্ঠটি চিৎকার করলে, ওই মহিলা কণ্ঠের অধিকারী যে ভয় পেয়ে যান এবং কাঁদতে কেন শুরু করেন, তা তাঁরা বুঝতে পারেন। ওই ঘটনার কয়েকদিনের মধ্যেই ভারতীয় বংশোদ্ভুদ তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয় বলে খবর। ওই ঘটনার পর থেকেই পঙ্কজ লাম্বার খোঁজ শুরু করে পুলিশ।