IDF Soldier Killed: গাজায় স্থল অভিযানে নেমে আর ২ সেনা নিহত ইজরায়েলের
এখনও পর্যন্ত মোট স্থল অভিযানে নেমে নিহত হয়েছেন ৪৬
ইজরায়েল হামাসের যুদ্ধে আইডিএফ সেনার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬। মঙ্গলবার সেনার তরফে আরও ২ জন জওয়ানের মৃত্যুর কথা স্বীকার করেছে আইডিএফ। নিহত ২ সেনার নাম যথাক্রমে সার্জেন্ট রোয়ি মারুম এবং অপরজন রাজ আবুলাফিয়া।
৭ অক্টোবরে বিমান হামলার পর থেকে ২৭ শে অক্টোবর থেকে স্থল অভিযানে নামে ইজরায়েল। ৭ অক্টোবরের ঘটনার পর থেকে মোট ৩৬৩ জন সেনা নিহত হয়েছেন। মহ্গলবার পর্যন্ত ইজরায়েলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২০০। যার মধ্যে রয়েছে বিদেশীরাও।
এছাড়া ইজরায়েলের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ২৩৯ জনকে অপরহরন করে নিয়ে গিয়েছে হামাস।যার মধ্যে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে ৩০ জন শিশু থাকতে পারে।
গাজায় ক্রমাগত বিস্ফোরনের জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। এর পাশাপাশি খাদ্য এবূং জ্বালানী সংকটের জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। গাজার বিভিন্ন জায়গায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে হামাস ও আইডিএফের সেনারা। যুদ্ধের কবলে পড়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন সাধারণ মানুষ।