Hamas Israel War : গাজাতে স্থল অভিযান জারি না করতে ইজরায়েলকে চাপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের

স্থল অভিযানের আগে পণবন্দীদের নিয়ে রফাসূত্র তৈরী করার চেষ্টা করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের তরফে

Gaza Destruction (Photo Credit: Twitter)

হামাস ইজরায়েল যুদ্ধ কি আরও ছড়িয়ে পড়ার পরিস্থিতিতে রয়েছে। গাজা সীমান্তবর্তী এলাকাতে সারি সারি ট্যাঙ্ক দেখে অন্ত এমনটাই মনে হচ্ছে। যেকোন সময় স্থলে আগ্রাসন হতে পারে।তবে সেই আগ্রাসনকে কোনভাবে ঠেকিয়ে রেখেছে আমেরিকা এবং ইউরোপের চাপ। শনিবার টাইমস অফ ইজরায়েলে ছাপা হয়েছে এমনই রিপোর্ট।

কি জানানো হয়েছে এই প্রতিবেদনে? জানা গেছে, এই আগ্রাসনের মধ্যে দিয়ে পণবন্দিদের ফিরিয়ে আনার জন্য যে প্রচেষ্টা চলছে তা ভেস্তে যেতে পারে। তাই আগ্রাসন চালানোর আগে যাতে কূটনৈতিক ভাবে এর মোকাবিলা করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে।

এর  মধ্যেই ইজরায়েল ডিফেন্স ফোর্সের তরফে ২ মার্কিন নাগরিকের মুক্তির খবর নিশ্চিত করা হয়েছে।যাদের দুজনেই চিকাগোর বাসিন্দা বলে জানা গেছে।

এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তরফে হেজবোল্লার বিরুদ্ধেও হামলা চালানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।এক সপ্তাহ ধরে ইউএস ডিফেন্স সেক্রেটারি অস্টিন, ডুইট ডি আইজেনআওয়ারকে এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ভূমধ্যসাগরে পৌছনোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল।

গত সপ্তাহেই এয়ার ফোর্সের তরফ থেকে এফ ১৬ এবং এফ ৩৫ বিমানকে যুদ্ধবিস্বস্ত এলাকায় পাঠানোর কথা বলা হয়েছিল।

 



@endif