Hamas Attack : হামাসের হামলায় ইজরায়েলে মৃতের সংখ্যা ৩০০

ঘটনায় মৃত ৩০০ র বেশি আহত ১৫৯০

Hamas Attack on Israel (Photo Credits: X)

হামাসের করা হামলার জেরে ইজরায়েলে (Israel) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০।  মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় ১৫৯০ জন মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার সকাল নাগাদ ঘটনার সূত্রপাত। এদিন সকাল ৬.৩০ মিনিটে একসঙ্গে অনেকগুলি রকেট গাজা থেকে ইজরায়েলের দিকে ছোঁড়া হয়।  ইজরায়েলের শহর তেল আভিভ, রেহভত, গেদারা এবং অ্যাশকেলনে এসে আছড়ে পড়ে রকেটগুলি।

এর মধ্য়েই গাজা থেকে বেশ কিছু অস্ত্রধারী জঙ্গি ইজরায়েলের বেশ কিছু শহরে ঢুকে পড়ে। হামাসের মিলিটারি কমান্ডার মুহাম্মদ আল দাইফের পক্ষ থেকে জানা গেছে, এই হামলা যা আল আকসা স্ট্র্ম নাম দেওয়া হয়েছে তা করা হয়েছে মহিলারদের ওপর অত্যাচার এবং আল আকসা মসজিদে  হওয়া ঘটনা এবং গাজাতে চলা সাম্প্রতিক ঘটনার কারণে।

যদিও ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে যে এই ঘটনার জেরে ৭ জন জঙ্গিকে তারা খতম করেছে। এছড়া ইজরায়েলে যাতে বাইরে থেকে জঙ্গি ঢুকে পড়তে না পারে তার জন্য তারা তৎপরতার সঙ্গে তা বন্ধ করেছে।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন যে, "হামাস একটি জঘন্য যুদ্ধ শুরু করেছে এবং ইজরায়েলের ডিফেন্স ফোর্সেস নিজের সমস্ত শক্তি দিয়ে হামাসের ক্ষমতা খর্ব করবে।"