Global COVID-19 Cases: বিপর্যয়ের সীমায় করোনাতঙ্ক, বিশ্বে মোট কোভিড রোগীর সংখ্যা ১ কোটি ১৭ লক্ষ ছাড়ালো

বিশ্বে এই মুহূর্তে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা (Global COVID-19 Cases) ১ কোটি ১০ লক্ষ ৭০ হাজারেরও বেশি। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, ইতিমধ্যেই মৃতের তালিকায় রয়েছে ৫ লক্ষ ৪৩ হাজারেরও বেশি লোক। বুধবার সকাল পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যাটি হল ১ কোটি ১৭ লক্ষ ৯৮ হাজার ৬৭৮। যেখানে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫ লক্ষ ৪৩ হাজার ৫৩৫-এ। করোনা সংক্রমণ ও মৃতের তালিকায় বিশ্বের শীর্ষস্থানে থাকা দেশ মার্কিন যু্ক্তরাষ্ট্র। সেখানে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৯ লক্ষ ৯৩ হাজার ৭৫৯। মৃতের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৪৪৫। অন্যদিকে ১৬ লক্ষ ৬৮ হাজার ৫৮৯ জন আক্রান্তকে নিয়ে সংক্রমণের নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ দেশটি হল ব্রাজিল।

প্রতীকী ছবি (Photo Credits: IANS|Representational Image)

ওয়াশিংটন, ৮ জুলাই: বিশ্বে এই মুহূর্তে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা (Global COVID-19 Cases) ১ কোটি ১০ লক্ষ ৭০ হাজারেরও বেশি। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, ইতিমধ্যেই মৃতের তালিকায় রয়েছে ৫ লক্ষ ৪৩ হাজারেরও বেশি লোক। বুধবার সকাল পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যাটি হল ১ কোটি ১৭ লক্ষ ৯৮ হাজার ৬৭৮। যেখানে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫ লক্ষ ৪৩ হাজার ৫৩৫-এ। করোনা সংক্রমণ ও মৃতের তালিকায় বিশ্বের শীর্ষস্থানে থাকা দেশ মার্কিন যু্ক্তরাষ্ট্র। সেখানে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৯ লক্ষ ৯৩ হাজার ৭৫৯। মৃতের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৪৪৫। অন্যদিকে ১৬ লক্ষ ৬৮ হাজার ৫৮৯ জন আক্রান্তকে নিয়ে সংক্রমণের নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ দেশটি হল ব্রাজিল।

ব্রাজিলে ইতিমধ্যেই মারণ রোগের বলি হয়েছেন ৬৬ হাজার ৭৪১ জন। ৭ লক্ষ ১৯ হাজার ৬৬৫ জন আক্রান্তকে নিয়ে তৃতীয় স্থানে ভারত। চুতর্থ স্থানে থাকা রাশিয়ায় মোট কোভিড রোগীর সংখ্যা ৬ লক্ষ ৯৩ হাজার ২১৫। পেরুতে মোট আক্রান্ত ৩ লক্ষ ৯ হাজার ২৭৮ জন। চিলিতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ১৯। ইংল্যান্ডে মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ৮৭ হাজার ৮৭৪ জন। মেক্সিকোতে করোনার গ্রাসে ২ লক্ষ ৬৮ হাজার ৮ জন। স্পেনে করোনা আক্রান্ত ২ লক্ষ ৫২ হাজার ১৩০ জন। ইরানে করোনা আক্রান্ত ২ লক্ষ ৪৫ হাজার ৬৮৮ জন। ইটালিতে ২ লক্ষ ৪১ হাজার ৯৫৬ জন। পাকিস্তানে ২ লক্ষ ৩৪ হাজার ৫০৯ জন। সৌদি আরবে করোনা আক্রান্ত ২ লক্ষ ১৭ হাজার ১০৮ জন। দক্ষিণ আফ্রিকায় ২ লক্ষ ১৫ হাজার ৮৫৫ জন। তুরস্কে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭ হাজার ৮৯৭। ফ্রান্সে করোনা আক্রান্ত ২ লক্ষ ৬ হাজার ৭২ জন। জার্মানিতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৮ হাজার ৩৪৩। বাংলাদেশে করোনা আক্রান্ত ১ লক্ষ ৬৮ হাজার ৬৪৫। কলম্বিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ২৮১। কানাডায় করোনা আক্রান্ত মোট ১ লক্ষ ৮ হাজার ২৩ জন। কাতারে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১ লক্ষ ৯৪৫ জন। আরও পড়ুন-Brazil President COVID Positive: এবার কোভিড আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট, করোনাভাইরাসকে প্রথম থেকে পাত্তাই দেননি জাইর বলসোনারো

মৃতের সংখ্যায় ১০ হাজার ছাড়িয়ে যাওয়া দেশের তালিকায় রয়েছে ইংল্যান্ড। সেখানে ৪৪ হাজার ৪৭৬ জনের মৃত্যু হয়েছে। ইটালিতে এখনও পর্যন্ত করোনায় মৃত ৩৪ হাজার ৮৯৯ জন। মেক্সিকোতে মারণ রোগের বলি ৩২ হাজার ১৪ জন। ফ্রান্সে করোনায় মৃত ২৯ হাজার ৯৩৬ জন। স্পেনে করোনায় মৃত ২৮ হাজার ৩৯২ জন। ভারতে ২০ হাজার ১৬০ জন। ইরানে ১১ হাজার ৯৩১ জন করোনায় মারা গিয়েছেন। পেরুতে কোভিডের বলি ১০ হাজার ৯৫২ জন। রাশিয়া করোনায় মৃত ১০ হাজার ৪৭৮ জন।