Global COVID-19 Cases: বিশ্বজুড়ে করোনায় গ্রাসে আক্রান্ত ৯.৫ কোটি, প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৮৮ হাজারেরও বেশি

বিশ্বজুড়ে করোনার গ্রাসে প্রায় ১০ কোটি ছুঁইছুঁই। ২০২০-র গোড়ার থেকে করোনার ত্রাসে ত্রস্ত গোটা বিশ্ব। দীর্ঘ লকডাউনের পরও করোনা কাঁপিয়েছে গোটা বিশ্বকে। বিশ্বে করোনায় এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা মোট ৯ কোটি ৫ লক্ষ পেরিয়েছে। মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৮ হাজারের বেশি, এমনটাই জানাল হপকিন্স নিশ্ববিদ্যালয়।

বিশ্বজুড়ে করোনা

ওয়াশিংটন, ২৬ জুন: বিশ্বজুড়ে (Global) করোনার (COVID-19 Cases) গ্রাসে প্রায় ১০ কোটি ছুঁইছুঁই। ২০২০-র গোড়ার থেকে করোনার ত্রাসে ত্রস্ত গোটা বিশ্ব। দীর্ঘ লকডাউনের পরও করোনা কাঁপিয়েছে গোটা বিশ্বকে। বিশ্বে করোনায় এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা মোট ৯ কোটি ৫ লক্ষ পেরিয়েছে। মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৮ হাজারের বেশি, এমনটাই জানাল জন্স হপকিন্স নিশ্ববিদ্যালয়।

শুক্রবার সকালে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯,৫৮৩,১৪৪। মৃতের সংখ্যা বেড়ে ৪৮৮, ৭৪০ বলে জানায় সেন্টার ফর সিস্টেমস সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এর মধ্যে আক্রান্ত ও মৃতের তালিকায় বিশ্বে সর্বাধিক স্থানে রয়েছে আমেরিকা (US)। সেখানে মৃতের সংখ্যা ২,৪১৮,৫৭০ ও মৃতের সংখ্যা ১২৪,৩৫৫। তবে বিগত কয়েকদিনে ব্রাজিলে (Brazil) আক্রান্তের সংখ্যা তরতরিয়ে বেড়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা ১,২২৮,১১৪ ও মৃতের সংখ্যা ৫৪,৯৭১। আরও পড়ুন, ভারত-চিন সীমান্ত সংঘর্ষে আমেরিকা থেকে পাঠানো হচ্ছে সেনা, ঘোষণা মার্কিন বিদেশসচিবের; তবে কি যুদ্ধের সংকেত?

এরপরই রয়েছে রাশিয়া, সেখানে আক্রান্তের সংখ্যা ৬১৩,১৪৮। চতুর্থ স্থানে রয়েছে ভারত (India)-মোট সংখ্যা ৪৭৩,১০৫। বাকি ব্রিটেনে আক্রান্তের সংখ্যা (৩০৯,৪৫৫), পেরু (২৬৮,৬০২), চিলি (২৫৯,৪৮৬), স্পেন (২৪৭,৪৮৬), ইতালি (২৩৯,৭০৬), ইরান (২১৫,০৯৬), মেক্সিকো (২০২,৯৫১), ফ্রান্স (১৯৭,৮৮৫), জার্মানি (১৯৩,১১৫), পাকিস্তান (১৯২,৯৭০), সৌদি আরব (১৭০,৬৩৯), বাংলাদেশ (১২৬,৬০৬), দক্ষিণ আফ্রিকা (১১৮,৩৭৫) এবং কানাডাতে (১০৪,৪৬৩)।

তবে আক্রান্তের নিরিখে মৃতের সংখ্যা কম ভারতে। ভারতে মৃতের সংখ্যা ১৪,৮৯৪। ব্রিটেনে (৪৩,৩১৪), ইতালিতে (৩৪,৫৪৪), ফ্রান্স (২৯,৭৫৫), স্পেন (২৮,৩৩০), মেক্সিকো (২৫,০৬০) ও ইরানে (১০,১৩০)



@endif