Germany To Take Refugees from Gaza: গাজায় ঘর হারানো শরণার্থীদের তাদের দেশে থাকতে দেবে জার্মানি
বিক্ষোভ, প্রতিবাদ মিছিল, সোশ্য়াল মিডিয়া পোস্টের বাইরে এই প্রথম গাজার পাশে দাঁড়াল কোনও দেশ।
বিক্ষোভ, প্রতিবাদ মিছিল, সোশ্য়াল মিডিয়া পোস্টের বাইরে এই প্রথম গাজার পাশে প্রকৃত অর্থে দাঁড়াল কোনও দেশ। মুখে পাশে আছি বলে দায় না সেরে ইউরোপের প্রভাবশালী দেশ জার্মানি গাজার গৃহহীন সাধারণ মানুষদের আশ্রয় দিতে রাজি হল। ইজরায়েলের আক্রমণে গাজায় আক্রান্ত, ঘরহারা অসহায় মানুষদের বিমানে উড়িয়ে তাদের দেশে জায়গা দিতে তৈরি হচ্ছে হিটলার অপশাসন ভুলে নয়া যুগ শুরু করা জার্মানি।
ইউরোপের বেশীরভাগ দেশই ইজরায়েলের পাশে আছে। জার্মানিও তেমনটা বললেও, গাজায় নিরীহ মানুষদের আক্রন্ত হওয়া নিয়ে সহমর্মিতা দেখিয়েছিল। অতীতে বারবার আফ্রিকার শরণার্থীদের ওপর নরম অবস্থান নেওয়া জার্মানি এবার গাজার দিকে দু হাত বাড়িয়ে দিল। গত ৭ অক্টোবর হামাসের আক্রমণের ইজরায়েলের পাল্টা জবাবে উত্তর গাজা প্রায় পুরোটাই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। উত্তর গাজায় ৭ লক্ষ মানুষ গৃহহীন হয়ে অসহায় অবস্থায় আছেন। আরও পড়ুন- চাঁদে যাবে অস্ট্রেলিয়া, রোভারের নাম ঠিক করতে ভোট দিচ্ছে অস্ট্রেলিয়া
দেখুন ছবিতে
হামাসের দাবি, ইজরায়েল সেনাদের আক্রমণে গাজায় সাড়ে ১২ হাজারের বেশী মানুষের মৃত্য়ু হয়েছে। যাদের মধ্যে চার হাজারের মত শিশুর মৃত্য়ু হয়েছে। এদিকে ইজরায়েল জানিয়েছে, গাজায় অভিযানে তাদের আরও দুই জন সেনা প্রাণ হারিয়েছেন। ২৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া স্থল অভিযানে যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত ইজরায়েলের মোট ৬৫জন জওয়ানের মৃত্যু হয়েছে।
তবে এখনও পর্যন্ত দু পক্ষের মধ্যে মধ্যস্থতা চললে কেউ যুদ্ধ বিরতি করেনি। যার ফলে রক্ষক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষই।