Gaza : গাজার বাইরে প্যালেস্তানীয়দের পুর্নবাসনের বিষয় খারিজ মার্কিন যুক্তরাষ্ট্রের
ইজরায়েলের এক মন্ত্রীর বক্তব্যের বিরোধীতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র
গাজার নাগরিকদের বাইরে পাঠানোর ব্যবস্থার কথা বলেছিলেন ইজরায়েলের এক মন্ত্রী। সেই বক্তব্যকে সরাসরি খারিজ করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই ধরনের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বলে বিবতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ইউএস স্টেড ডিপার্টমেন্টের পক্ষ থেকে ম্যাথিউ মিলার (Mathew Millar) জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে পরিষ্কার যে গাজা প্যালেস্তানীয়দের অর্ন্তগত এলাকা।
ভবিষ্যতের কথা বলতে গিয়ে তিনি জানান যে মার্কিন যুক্তরাষ্ট্র এমন ভবিষ্যত চাই যেখানে কোন সন্ত্রাসী গোষ্ঠী যেন ইজরায়েলকে হুমকি না দেয় এবং হামাস যেন গাজার ওপর দখলদারি না করে।
এদিকে হামাস পরিচালিত স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত ইজরায়েলের হামলায় নিহত হয়েছেন প্রায় ২০ হাজারেরও বেশি মানুষ।
অপরপক্ষে ইজরায়েলের দাবি তারা হামাসের ৮৫০০ সদস্যকে খতম করেছে ৭ অক্টোবরের পরের হামলায়। যার মধ্যে শুধু ১ হাজার মারা গেছে ৭ অক্টোবরের হামলার পরের দিন।