Gaza : স্থলপথে অভিযানের প্রস্তুতি, গাজার দক্ষিণপ্রান্তের দিকে বাসিন্দাদের সরে যাওয়ার জন্য ঘোষণা ইজরায়েল প্রতিরক্ষামন্ত্রকের
সকাল ১০ টা থেকে বিকেল ৪ টের মধ্যে বাসিন্দাদের গাজার দক্ষিণের দিকে চলে যাওয়ার জন্য বলা হয়েছে
ইজরায়েল হামাসের মধ্যে চলা যুদ্ধে এবার গাজার উত্তরের মানুষদের দক্ষিণের দিকে চলে যাওয়ার জন্য ঘোষণা করা হয়েছে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে। সকাল ১০ টা থেকে বিকেল ৪ টের মধ্যে বিশেষ করিডরের মাধ্যমে এই এলাকা খালি করার প্রক্রিয়া চালু থাকবে।
ইজরায়েলি সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, " যদি তুমি তোমার ভালো চাও এবং তোমার পরিবারের ভালো চাও তাহলে নির্দেশমতো দক্ষিণ দিকে যাও। এর থেকে মনে করা হচ্ছে যে ৭ অক্টোবরের হামাসের হামলার পর গাজাতে স্থল অভিযানে নামতে পারে ইজরায়েলি সেনাবাহিনী।
শুক্রবার ইজরায়েলি সেনার তরফে এলাকা খালি করার কথা ঘোষণা করে। আইডিএফের তরফে নিশ্চিত করা হয়েছে যে এখনও পর্যন্ত ১২০ জন পণবন্দিকে আটক করে রেখেছে হামাস।
ইজরায়েল সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ট্যাঙ্ক এবং পদাতিক বাহিনী গাজার ভেতর তল্লাশি চালানোর জন্য পাঠানো হয়। হামাসকে নির্মূল করতে এবং নিঁখোজ ইজরায়েল নাগরিকদের খুঁজে বের করতে চালানো হয় এই তল্লাশি অভিযান।
যদিও সম্প্রতি ইজরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা হামাসের এক শীর্য নেতৃত্বকে হত্যা করেছে বিমান হামলার মাধ্যমে।মুরাদ আবু মুরাদ নামের হামাসের ওই শীর্য নেতৃত্বের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইজরায়েল।