Gaza Hospital Attack : গাজায় হাসপাতালে বোমা বিস্ফোরণ, নিহত ৫০০

এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়য়েছে ৫০০

photo ANI

গাজায় হাসপাতালে বোমা বিস্ফোরনের জেরে প্রাণ হারালেন প্রায় ৫০০ জন মানুষ নিহত এবং আহত হয়েছেন। এমনই তথ্য জানানো হয়েছে গাজার স্বাস্থ্যমন্ত্রকের তরফে।যদিও এই বিস্ফোরনের কোন রিপোর্ট ইজরায়েলের কাছে নেই বলে জানিয়েছেন তারা। আল আহিল আল আরব নামক হাসপাতালটি মঙ্গলবার কেঁপে ওঠে বিস্ফোরনে।

যদিও এই ঘটনার দায় হামাসের দিকে ঝেড়েছেন তারা। তাদের দাবি ঘটনাটি হামাসের রকেট হামলা চালানোর জেরেই ঘটেছে।এবং ভুলবশত তা হাসপাতালটিকে আঘাত করে বলে জানিয়েছেন তারা। যদিও এই বিষয়ে হামাসের তরফ থেকে কোন বিবৃতি মেলেনি।ঘটনার জেরে দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ইজরায়েল বিদেশ মন্ত্রী এলি কোহেন জানিয়েছেন, গাজা আর কখনই ইজরাইল বা অন্য কারোর কাছে হুমকি স্বরুপ থাকবে না। ইজরায়েলের লক্ষ্য হচ্ছে গাজা কোনভাবেই যাতে আর ক্ষমতাসীন না হয় তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি।