বিপর্যস্ত ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়া, ৫ এপ্রিল : বন্যা এবং ধ্বসের জেরে জেরবার ইন্দোনেশিয়া ( Indonesia)। ভয়ঙ্কর বন্যা এবং ধ্বসের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে পূর্ব টিমর। যার জেরে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয় বলে খবর। শুধু তাই নয়, বিপর্যয়ের জরে ৪০ জন নিঁখোজ বলে জানা যায়।

সূত্রের খবর, পূর্ব টিমরে বন্যা (Floods) এবং ধ্বসের (landslides) জেরে আরও মৃত্যুর খবর আসতে পারে। প্রশাসনের তরফে জোর কদমে উদ্ধার কাজ শুরু হয়েছে। মেট্রো টিভির খবর অনুযায়ী, ইন্দোনেশিয়ার সরকারের তরফে জানানো হয়েছে, উদ্ধার কাজ শুরু হয়েছে টিমরে। কেউ বিপর্যয়ের জেরে আটকে থাকলে, তাঁদের উদ্ধারের চেষ্টাশুরু হয়েছে।

আরও পড়ুন Bangladesh Thunderstorms: ভয়ঙ্কর বজ্রপাত সহ বৃষ্টি, বাংলাদেশে মৃত ৮

তবে ধ্বসের জেরে যেভাবে রাস্তা জুড়ে কাঁদা, বালির স্তূপ তৈরি হয়েছে, তার জেরে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। প্রশাসনের পাশাপাশি স্থানীয়রাও উদ্ধার কাজে হাত লাগিয়েছেন বলে খবর।

 


আপনি এটাও পছন্দ করতে পারেন

Sportsmen Help in Brazil Flood: বন্যা কবলিতদের সাহায্যে অলিম্পিকের স্বপ্ন বিসর্জন ব্রাজিল অ্যাথলিটদের, এগিয়ে এলেন চেলসি তারকাও

Indonesia Hot Air Balloon Blast: জাভায় গরম বাতাসের বেলুন বিস্ফোরণে আহত ৪ জন, দেখুন ভিডিও

Horse Stranded on a Rooftop: ব্রাজিলে বন্যা কবলিত এলাকার ছাদে আটকে অসহায় ঘোড়া, জেনে নিন বিস্তারিত...

Brazil Flood: ব্রাজিলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৬০ জনের মৃত্যু, এখনও নিখোঁজ ৭০ জন; ঘর ছাড়া ৬৯ হাজার

Jammu and Kashmir: লাগাতার বৃষ্টি, তুষারপাতে বিপর্যস্ত ভূ-স্বর্গ, সর্বশান্ত হয়ে ত্রাণ শিবিরে ঠাঁই শয়ে শয়ে কাশ্মীরির

Jammu and Kashmir Landslide: ভূমিধসে ভূস্বর্গ এখন ধ্বংসপুরী, ঘরবাড়ি খুইয়ে বিপন্ন জীবন নিয়ে ৫০০-র বেশি স্থানীয়ের ঠাঁই ত্রাণ শিবির

Tanzania: বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত তানজানিয়া, মৃত ১৫৫ জন, আহত ৮৫ জন

Volcano: 'ব্লু ফায়ারের' টানে নিজস্বী তুলতে গিয়ে আগ্নেয়গিরির মুখে পড়ে প্রাণ খোঁয়ালেন মহিলা, মর্মান্তিক ঘটনা