IPL Auction 2025 Live

Floods, landslides in Indonesia : ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিপর্যয়, মৃত ৭০, নিখোঁজ বহু

বিপর্যস্ত ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়া, ৫ এপ্রিল : বন্যা এবং ধ্বসের জেরে জেরবার ইন্দোনেশিয়া ( Indonesia)। ভয়ঙ্কর বন্যা এবং ধ্বসের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে পূর্ব টিমর। যার জেরে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয় বলে খবর। শুধু তাই নয়, বিপর্যয়ের জরে ৪০ জন নিঁখোজ বলে জানা যায়।

সূত্রের খবর, পূর্ব টিমরে বন্যা (Floods) এবং ধ্বসের (landslides) জেরে আরও মৃত্যুর খবর আসতে পারে। প্রশাসনের তরফে জোর কদমে উদ্ধার কাজ শুরু হয়েছে। মেট্রো টিভির খবর অনুযায়ী, ইন্দোনেশিয়ার সরকারের তরফে জানানো হয়েছে, উদ্ধার কাজ শুরু হয়েছে টিমরে। কেউ বিপর্যয়ের জেরে আটকে থাকলে, তাঁদের উদ্ধারের চেষ্টাশুরু হয়েছে।

আরও পড়ুন Bangladesh Thunderstorms: ভয়ঙ্কর বজ্রপাত সহ বৃষ্টি, বাংলাদেশে মৃত ৮

তবে ধ্বসের জেরে যেভাবে রাস্তা জুড়ে কাঁদা, বালির স্তূপ তৈরি হয়েছে, তার জেরে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। প্রশাসনের পাশাপাশি স্থানীয়রাও উদ্ধার কাজে হাত লাগিয়েছেন বলে খবর।