Twitter: মাস্কের হাতে ক্ষমতা, ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে ট্যুইটার

এই মুহূর্তে যাঁদের ছাঁটাই করা হবে, তাঁদের প্রথমে মেল করা হবে। তারপর কী করতে হবে, সে বিষয়ে ক্রমাগত নির্দেশ দেওয়া হবে বলে জানানো হয় এলন মাস্কের সংস্থার তরফে। গোটা বিশ্ব জুড়ে ট্যুইটারের যত কর্মী রয়েছেন, প্রত্যেকের মাথার উপরই ছাঁটাইয়ের খাঁড়া ঝুলতে পারে বলে জানা যাচ্ছে।

Elon Musk, Twitter (Photo Credit: File Photo)

সান ফ্রান্সিসকো, ৪ নভেম্বর: মার্কিন ধনকুবের এলন মাস্কের হাতে ট্যুইটার যাওয়ার পর থেকে শোরগোল শুরু হয়েছে প্রায় গোটা বিশ্ব জুড়ে। ভারতীয় বংশোদ্ভুদ পরাগ আগরওয়ালকে কোম্পানির সিইও পদ থেকে ছাঁটাইয়ের পর এবার সাধারণ কর্মীদের উপরও কোপ পড়তে শুরু করেছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, শুক্রবার ইন্টারনাল ইমেলের মাধ্যমে একাধিক কর্মীকে কোম্পানি থেকে ছাঁটাই করা হতে পারে। কোনও ধরনের সতর্কতা না দিয়েই মাস্কের সংস্থা কর্মীদের ছাঁটাইয়ের পথে এগোচ্ছে বলে খবর। কাকে কীভাবে কোম্পানি থেকে সরিয়ে দেওয়া হবে, সে বিষয়ে কোনও ধারনা কারও নেই বলে জানা যাচ্ছে। ফলে শুক্রবার থেকেই ট্য়ুইটারের কর্মীদের মধ্যে ক্রমাগত আতঙ্ক ছড়াতে শুরু করেছে।

এই মুহূর্তে যাঁদের ছাঁটাই করা হবে, তাঁদের প্রথমে মেল করা হবে। তারপর কী করতে হবে, সে বিষয়ে ক্রমাগত নির্দেশ দেওয়া হবে বলে জানানো হয় এলন মাস্কের সংস্থার তরফে। গোটা বিশ্ব জুড়ে ট্যুইটারের যত কর্মী রয়েছেন, প্রত্যেকের মাথার উপরই ছাঁটাইয়ের খাঁড়া ঝুলতে পারে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:  Elon Musk: সপ্তাহে ৭ দিন অফিস, মাস্কের নয়া নির্দেশে অফিসেই ঘুমোচ্ছেন ট্য়ুইটারের কর্মী, ভাইরাল ছবি

প্রসঙ্গত ট্য়ুইটারকে নতুন করে সাজাতে এবং পরিষ্কার, পরিচ্ছন্নতা বজায় রাখতেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে সম্প্রতি জানানো হয় এলন মাস্কের তরফে।