Elon Musk: বছরে ১২ বিলিয়ন ডলার আয়কর দেন ইলন মাস্ক, ইতিহাসে সর্বোচ্চ ট্যাক্স দেওয়া ব্যক্তি টেসলার মালিক

দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি শুধু নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ইলন মাস্ক এখন দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিও। এবার জানা গেল টেসলা-এক্স (টুইটার)-র মালিক মাস্ক মার্কিন ইতিহাসের সবচেয়ে আয়কর জমা করা ব্যক্তি।

Elon Musk, Donald Trump. (Photo Credits: X)

দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি শুধু নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ইলন মাস্ক এখন দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিও। এবার জানা গেল টেসলা-এক্স (টুইটার)-র মালিক মাস্ক মার্কিন ইতিহাসের সবচেয়ে আয়কর জমা করা ব্যক্তি। ট্রাম্পকে জেতানোর জন্য মাস্ক অর্থ থেকে সময়, আক্রমণাত্মক প্রচার সব কিছুই করেছিলেন। এবার ট্রাম্পের জয়ের সবচেয়ে লাভবান হিসেবে ধরা হচ্ছে মাস্ক-কে। ইতিমধ্যেই ট্রাম্প ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ সদস্যও হয়েছেন স্পেস এক্স, টেসলা, এক্স-এর মালিক। স্পেস এক্সের একের পর এক ইতিহাস, টেসলার খুব দামি ইলেকট্রিক গাড়ির আকাশছোঁয়া চাহিদায় ভর করে ট্রাম্পের সম্পত্তির পরিমাণ এখন ৩৪৩ বিলিয়ন মার্কিন ডলার।

ট্রাম্পের শাসনকালে আগামী চার বছরে মাস্কের সম্পত্তি ও প্রভাব আরও বেশ কয়েক গুণ বাড়তে চলেছে। কারণ এবার মাস্কের কোম্পানির শ্রীবৃদ্ধিতে থাকবে মার্কিন ট্রাম্প প্রশাসনের আশীর্বাদও। এরই মধ্যে ট্রাম্পের ইনকাম ট্যাক্স বা আয়কর ফাইলের একটা অংশ মার্কিন সংবাদপত্রে প্রকাশ পেল। ২০২১ সালে মাস্ক মোট ১২ বিলিয়ন আয়কর জমা করেছেন। মাস্ক যত টাকা আয়কর জমা করেন তা সোমালিয়া, বুরুন্ডির মত আফ্রিকার দেশগুলির চেয়েও বেশী। তার মানে তিন বছর আগে মাস্ক ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লক্ষ ১৪২ কোটি টাকা (১ ডলার=৮৪ টাকা ধরে) আয়কর হিসেবে দিয়েছিলেন। ১০০ কোটিকে বলা হয় এক বিলিয়ন।

২০২১ থেকে ২০২৪-এর মধ্যে মাস্কের স্পেস এক্স, টেসলার অনেকটাই শ্রীবৃদ্ধি হয়েছে। তার মানে মাস্ক এখন ১২ বিলিয়ন মার্কিন ডলারেরও চেয়েও বেশী আয়কর দেন।