Earthquke In Afghanistan: ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে মাত্রা ৪.২
রবিবার দুপুরে ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের মাটি। রবিবার দুপুরে ফের ভূকম্পন হয় আফগানিস্তানের ফৈজাবাদ শহরে। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার বাসিন্দারা।
ফৈজাবাদ: রবিবার দুপুরে ফের ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আফগানিস্তানের (Afghanistan) মাটি। রবিবার দুপুরে ফের ভূকম্পন হয় আফগানিস্তানের ফৈজাবাদ শহরে (Fayzabad city)। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার বাসিন্দারা।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Center for Seismology) তরফে জানানো হয়েছে, রবিবার দুপুর ২ টো ৫১ মিনিটে আফগানিস্তানের ফৈজাবাদ শহরের ৯৯ কিলোমিটার দক্ষিণ দিকে মাঝারি মানের ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে (Richter scale) এর মাত্রা ছিল ৪.২। ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির ৩৩ কিলোমিটার গভীরে। এর ফলে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল ফৈজাবাদ। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.২। ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির ৮৫ কিলোমিটার গভীরে। আরও পড়ুন: Chinese Convey Attacked in Pakistan: পাকিস্তানের বালুচিস্তানে চিনা ইঞ্জিনিয়ারদের কনভয়ে হামলা, নিহত ২ জঙ্গি