Bullet Train Derails In China: চিনের গুইঝো প্রদেশে বুলেট ট্রেন লাইনচ্যুত, চালকের মৃত্যু, জখম ৭ যাত্রী

ধসের কারণে চিনের গুইঝো প্রদেশে (Guizhou Province) বুলেট ট্রেনের দুটি বগি লাইনচ্যুত (Bullet Train Derails In China)। ঘটনায় ট্রেন চালকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন কমপক্ষে ৭ জন যাত্রী। চিনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইয়াং থেকে দক্ষিণ প্রদেশ গুয়াংজুতে যাচ্ছিল ট্রেনটি।

Bullet Train Derails In China (Photo: ANI)

গুইঝো, ৪ জুন: ধসের কারণে চিনের গুইঝো প্রদেশে (Guizhou Province) বুলেট ট্রেনের দুটি বগি লাইনচ্যুত (Bullet Train Derails In China)। ঘটনায় ট্রেন চালকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন কমপক্ষে ৭ জন যাত্রী। চিনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইয়াং থেকে দক্ষিণ প্রদেশ গুয়াংজুতে যাচ্ছিল ট্রেনটি।

চিনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস শনিবার এক টুইট বার্তায় বলেছে, "শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ বুলেট ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে মাটি ধসের কারণে। ট্রেনের চালক মারা গিয়েনছে। একজন কার অ্যাটেনডেন্ট এবং ৭ জন যাত্রী আহত হয়েছেন।" আরও পড়ুন: Bride Gives Birth On Her Wedding: বিয়ের কয়েক ঘণ্টা আগে সন্তানের জন্ম দিলেন মহিলা, আবাক নেটপাড়া

এর আগে মধ্য চিনের হুনান প্রদেশে একটি ট্রেন লাইনচ্যুত হয়। ওই ঘটনায় নিহত হন ১ জন। ৪ জন গুরুতর আহত হন এবং ১২৩ জন অল্প আহত হন। দুর্ঘটনার কারণ ছিল অবিরাম বৃষ্টি ও ভূমিধস।



@endif