US Embassy Under Attack By Iraqi Supporters : হাশদ আশ শাবি’র সেনাঘাঁটিতে হামলার প্রতিবাদ, বাগদাদে মার্কিন দূতাবাসে আগুন ধরাল ইরাকিরা
দেশের মানুষের সমস্ত ধরনের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে মার্কিন সেনা। বার বার এই ঘটনার প্রতিবাদ জানিয়েও কোনও লাভ হয়নি। উল্টে রবিবার ইরাকের নিজস্ব সেনা সংগঠনের উপরে হামলা চালায় মার্কিন সেনা। তারপর থেকেই রাগে ফুঁসছিল সাধারণ ইরাকিরা। অভিযোগ, মাত্র একদিন আগেই উদ্দেশ্য প্রণোদিতভাবে মার্কিন সেনা ইরাকের দেশীয় বাহিনী ‘হাশদ আশ শাবি'র কয়েকটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর পরেই অশান্ত হয়ে উঠেছে গোটা বাগদাদ। মার্কিন সেনাদের দাপাদাপি আর মানতে নারাজ ইরাকের সাধারণ বাসিন্দারা। ইরাক সরকারের তরফে মার্কিন সেনার হামলার তীব্র নিন্দা করা হয়েছে। এই হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে সেদেশের জনগণ।
বাগদাদ, ৩১ ডিসেম্বর: দেশের মানুষের সমস্ত ধরনের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে মার্কিন সেনা। বার বার এই ঘটনার প্রতিবাদ জানিয়েও কোনও লাভ হয়নি। উল্টে রবিবার ইরাকের নিজস্ব সেনা সংগঠনের উপরে হামলা চালায় মার্কিন সেনা। তারপর থেকেই রাগে ফুঁসছিল সাধারণ ইরাকিরা। অভিযোগ, মাত্র একদিন আগেই উদ্দেশ্য প্রণোদিতভাবে মার্কিন সেনা ইরাকের দেশীয় বাহিনী ‘হাশদ আশ শাবি'র কয়েকটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর পরেই অশান্ত হয়ে উঠেছে গোটা বাগদাদ। মার্কিন সেনাদের দাপাদাপি আর মানতে নারাজ ইরাকের সাধারণ বাসিন্দারা। ইরাক সরকারের তরফে মার্কিন সেনার হামলার তীব্র নিন্দা করা হয়েছে। এই হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে সেদেশের জনগণ। মঙ্গলবার রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করেক ক্ষুব্ধ জনতার মিছিল বেরোয়। চলে হামলা, দূতাবাস চত্বরে ঢুকে ভাঙচুরের পাশাপাশি পাঁচিলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এদিকে প্রাণ বাঁচাতে তৎপর মার্কিন সেনারা ততক্ষণে দূতাবাসের ছাদে উঠে পড়েছে। দূতাবাস চত্বরে তখন লাখো জনতা। মার্কিন সেনাদের হামলার প্রতিবাদে মুখর দূতাবাসের ছাদ থেকে বিক্ষোভকারীদের উদ্দেশে স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে তৈরি মার্কিন সেনা। দূতাবাসের ভিতরে চলছে ত্রস্ত চলাফেরা। মার্কিন পতাকায় আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। বিক্ষুব্ধদের বেশিরভাগের হাতেই আক্রান্ত সেনা দল হাশদ আশ শাবির পতাকা। মার্কিন সেনার পদদলিত হয়ে যে ইরাক আর বাঁচবে না, তারই স্লোগান চলছে মুহুর্মুহু। তবে শুধু মার্কিনিদের বিরুদ্ধেই নয়, স্লোগান উঠেছে ইজরায়েলের বিরুদ্ধেও। অন্যদিকে হামলার আশঙ্কা যে ছিল না তা নয়। কারণ রবিবার বিনা কারণে হাশদ আশ শাবি-র উপরে হামলার ঘটনায় বেজায় ক্ষুব্ধ ছিল ইরাকের সাধারণ মানুষ। তারা যে প্রত্যাঘ্যাত হানবে তা খুব স্বাভাবিক। ইরাক সরকারের তরফেও মার্কিন দূতাবাসকে তা জানানো হয়েছিল। বছরের শেষদিনেই সেই প্রতিবাদ দেখল গোটা ইরাক। ইরাকে হামলার কবলে মার্কিন দূতাবাস, আর তার খবর হবে না, ভাবাই যায় না। ততক্ষমে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই হামলার ছবি টেলিকাস্ট শুরু করে দিয়েছে। তাতে দেখা যাচ্ছে হামলার কবলে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস, কুণ্ডলী পাকিয়ে উঠছে ধোঁয়া। আরও পড়ুন-Syed Muazzem Ali Passes Away: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন বিদেশ সচিব সৈয়দ মোয়াজ্জেম আলি, তাঁর মৃত্যুতে শোক প্রকাশ ডক্টর এস জয়শংকরের
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় ইরাকের জনপ্রিয় বাহিনী হাশদ আশ শাবির কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালায় মার্কিন সেনা। এই হামলায় প্রায় ৩০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। এই মার্কিনি হামলার ঘটনার নিন্দায় মুখর হয়েছে বাগদাদ প্রশাসন ও সেদেশের রাজনৈতিক নেতৃত্ব।