Donald Trump: রিপাবলিকান পার্টির সমর্থকের গুলিতেই আহত ডোনাল্ড ট্রাম্প, FBI-এর হাতে এল বড় তথ্য

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে হত্যার চেষ্টায় জড়িত ওই যুবকের নাম টমাস ম্যাথিউ ক্রুকস। বছর কুড়ির হামলাকারী পেনসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা। রাজ্যের ভোটার রেকর্ড বলেছে, রিপাবলিকান দলেরই সদস্য ছিল সে।

Donald Trump Assassination Attempt (Photo Credits: ANI)

শনিবার পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারে এসে আততায়ীর গুলিতে আহত হন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প (Former US President Donald Trump)। তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে এক আততায়ী। হামলাকারীর লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে গুলি ট্রাম্পের কান ঘেঁষে বেরিয়ে যায়। কিন্তু প্রাক্তন প্রেসিডেন্টের (Donald Trump) নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস স্নাইপারদের লক্ষ্যভ্রষ্ট হল না। প্রায় ১২০ কিলোমিটার দূরে থাকা বন্দুকবাজের উপর গুলি চালিয়ে তাকে নিকেশ করে স্নাইপাররা। তবে হামলাকারী ওই যুবক কে? হামলার পিছনে তার কী উদ্দেশ্য ছিল? সমস্ত খুঁটিনাটি তদন্ত শুরু করে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (Federal Bureau of Investigation)।

তদন্তকারী সংস্থা রবিবার বিবৃতি প্রকাশ করে জানায়, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে হত্যার চেষ্টায় জড়িত ওই যুবকের নাম টমাস ম্যাথিউ ক্রুকস। বছর কুড়ির হামলাকারী পেনসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা। রাজ্যের ভোটার রেকর্ড বলেছে, রিপাবলিকান দলেরই সদস্য ছিল সে। আগামী ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প রিপাবলিকান দলের পদপ্রার্থী। দলের সদস্যই গুলি ছোঁড়ে ট্রাম্পকে। কী উদ্দেশ্যে টমাস এদিন ট্রাম্পের সভায় গুলি চালিয়েছিল তা এখনও স্পষ্ট নয়। আততায়ীর উদ্দেশ্যে জানা এবং তা একশো শতাংশ নিশ্চিত না হওয়া পর্যন্ত ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই বিষয়ে মুখ খুলবে না বলেই জানিয়েছে।

নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এক রিপোর্ট বলছে, পেনসিলভেনিয়ায় ট্রাম্পের সভায় দর্শক স্ট্যান্ডের পিছনে একটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের ছাদে লুকিয়ে ছিল হামলাকারী টমাস। প্রায় ১২০ কিলোমিটার দূরত্ব থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল আততায়ী। তার লক্ষ্যভ্রষ্ট হলেও প্রেসিডেন্ট পদপ্রার্থীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্নাইপারদের লক্ষ্যভেদ হয়। গুলিতে হামলাকারীর মাথা ছিন্নিভিন্ন হয়ে যায়। তবে এই ঘটনায় প্রশ্নের মুখে পরে ট্রাম্পের (Donald Trump) নিরাপত্তা ব্যবস্থা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পদপ্রার্থীর নিরাপত্তায় কী কী ফাঁক রয়ে গিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।