Donald Trump Assassination Attempt: ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালাতেই হামলাকারীর উপর পালটা গুলি, ছিন্নভিন্ন হল মাথা, দেখুন
ডোনাল্ড ট্রাম্পের উপর হামলাকারী বন্দুকবাজকে লক্ষ্য করে মুহূর্তের মধ্যেই গুলি করেন সিক্রেট সার্ভিস স্নাইপাররা। নিরাপত্তারক্ষীদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আততায়ীর।
পেনসিলভেনিয়া, ১৪ জুলাইঃ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump Assassination Attempt) সভায় বন্দুকবাজের হামলা। গুলিতে জখম হয়েছেন ট্রাম্প। শনিবার পেনসিলভেনিয়ায় একটি সভা করেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর সেই জনসভায় ভাষণ দেওয়ার সময়েই এক বন্দুকবাজ গুলি চালায়। গুলি প্রাক্তন প্রেসিডেন্টের ডান কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে। কানে চোট পেয়েছেন বলে জানিয়েছেন তিনি (Donald Trump)। ডোনাল্ড ট্রাম্পের উপর হামলাকারী বন্দুকবাজকে লক্ষ্য করে মুহূর্তের মধ্যেই গুলি করেন সিক্রেট সার্ভিস স্নাইপাররা। নিরাপত্তারক্ষীদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আততায়ীর। সব মিলিয়ে শনিবার পেনসিলভেনিয়ার সভায়স্থল যেন এক চলচ্চিত্রের রঙ্গমঞ্চ হয়ে উঠেছিল।
আগামী ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প (Donald Trump)। নির্বাচনী প্রচারে এদিন পেনসিলভেনিয়া গিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্পের সমর্থনে জড়ো হয়েছিল বিপুল সমর্থক। মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন প্রেসিডেন্ট প্রার্থী। আচমকা গুলির আওয়াজ। আর তার পরেই নিজের ডান কানে হাতে দিয়ে বসে পড়েন ডোনান্ড। গুলির শব্দে চিৎকার চেঁচামেচি শুরু করে সমর্থকেরা। সভাস্থল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রাম্পের উপর গুলি চলার সঙ্গে সঙ্গে ছুটে এসে তাঁকে ঘিরে ধরেন তাঁর নিরাপত্তারক্ষীরা। অন্যদিকে প্রায় ১২০ কিলোমিটার দূর থেকে গুলি চালানো বন্ধুকবাজকে গুলি করে নিকেশ করেন সিক্রেট সার্ভিস স্নাইপাররা। নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এক রিপোর্ট বলছে, দর্শক স্ট্যান্ডের পিছনে একটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল টমাস ম্যাথিউ ক্রুকস নামের ওই আততায়ী। স্নাইপারদের গুলিতে বছর কুড়ির হামলাকারীর মাথা ছিন্নিভিন্ন হয়ে গিয়েছে।
হামলাকারীর মৃত্যু...
হোয়াইট হাউসের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, হামলাকারীর মৃত্যু হয়েছে। এদিন সভায় প্রাক্তন প্রেসিডেন্টের পিছনে স্টেডিয়ামে দাঁড়িয়ে থাকা এক দর্শকেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর জখম হয়েছেন দুজন। সভায় হামলার পরে (Donald Trump) এক্স হ্যান্ডেল থেকে নিজের স্বাস্থ্যের খবর জানিয়েছেন অনুরাগীদের। লিখেছেন, 'আমার ডান কানের উপরের অংশে গুলি লেগেছিল। বিকট ঝাঁকুনির একটি শব্দ পেয়েছিলাম। তখনই বুঝতে পেরেছিলাম গুলি লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে'।