Delta Variant: ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের ক্ষমতা অত্যধিক, করোনা নিয়ে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বর্তমানে ডেল্টার জেরে গোটা বিশ্ব জুড়ে মানুষ যেভাবে আক্রান্ত হচ্ছেন, তার জেরে হাসপাতালে ভর্তির সংখ্যাও বাড়ছে। ফলে ডেল্টার জেরে মৃত্যুর হারও ক্রমাগত উর্দ্বমুখী বলে জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

ছবি ট্যুইটার

জেনেভা, ২৬ জুন: করোনার (Corona) ডেল্টা ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়ার প্রবণতা সবচেয়ে বেশি। যাঁদের টিকা (Covid Vaccine) নেওয়া হয়নি, সেই সব মানুষের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার প্রবণতা সবচেয়ে বেশি। এমনই আশঙ্কার কথা প্রকাশ করলেন বিশ্ব স্বাস্থ্যসংস্থার প্রধান।

তিনি বলেন, গোটা বিশ্ব জুড়ে ত্রাস, আতঙ্ক ছড়িয়েছে করোনার এই নয়া প্রজাতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বিষয়টি নিয়ে চিন্তিত। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে এমনই আশঙ্কার কথা প্রকাশ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান (WHO)।

প্রসঙ্গত, ভারতেই প্রথম ডেল্টা (Delta) ভ্যারিয়েন্টের খোঁজ মেলে। ভারতে প্রথম ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ মিললেও, বর্তমানে বিশ্বের প্রায় ৮৫টি দেশে দাপিয়ে বেড়াচ্ছে করোনার এই ভয়ঙ্কর প্রজাতি। সেই সঙ্গে যাঁদের এখনও পর্যন্ত টিকা নেওয়া হয়নি, ডেল্টা ভ্যারিয়েন্ট তাঁদেরকেই সবচেয়ে বেশি সংক্রমিত করছে বলেও জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। বর্তমানে ডেল্টার জেরে গোটা বিশ্ব জুড়ে মানুষ যেভাবে আক্রান্ত হচ্ছেন, তার জেরে হাসপাতালে (Hospital) ভর্তির সংখ্যাও বাড়ছে। ফলে ডেল্টার জেরে মৃত্যুর হারও ক্রমাগত উর্দ্বমুখী বলে জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

আরও পড়ুন: Paroma Banerjee: অসুস্থ পরোমা বন্দ্যোপাধ্যায়? শিল্পীর ছবি দেখে চমকে উঠলেন অনুরাগীরা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের কথায়, কোনও দেশের অর্ধেক মানুষ যদি করোনারোধে টিকা নেন, তাঁদের সংক্রমিত হওয়ার প্রবণতা কম হলেও, যাঁরা ভ্যাকসিন নেননি, তাঁদের জন্য দ্রুত ছড়িয়ে পড়ছে এই ব্যাধি। শুধু তাই নয়, টিকার পরপর দুটি ডোজ না নেওয়া হলেও, সেই সব মানুষদের মধ্যেও করোনা ছড়ানোর প্রবণতা রয়েছে বলে সাবধান করা হয়েছে।

এদিকে ডেল্টার পাশাপাশি ডেল্টা প্লাসও(Delta Plus) হানা দিতে শুরু করেছে। এই ডেল্টা প্লাসের জেরে করোনার তৃতীয় ঢেউ ছড়াবে কি না, তা নিয়েও আশঙ্কা ছড়িয়েছে।