Dawood Ibrahim: জন্মদিনে বিলাসবহুল পার্টির আয়োজনের মাঝেই দাউদকে বিষ প্রয়োগ পাকিস্তানে
ইমরান খান-সহ পাকিস্তানের তাবড় হাই প্রোফাইল ব্যক্তিত্বের দাউদের জন্মদিনে হাজিরার কথা ছিল। তার আগেই ষড়যন্ত্রের জেরে দাউদকে কেউ বিষ প্রয়োগ করে হত্যার ষড়যন্ত্র করে খবর। তবে কে বা কারা এই ঘটনায় জড়িত, সে বিষয়ে মেলেনি কোনও তথ্য।
দিল্লি, ১৯ ডিসেম্বর: হাসপাতালে ভর্তি আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim)। কেউ বিষ প্রয়োগ করে হত্যার ষড়যন্ত্র করে দাউদকে। যে ঘটনার পরপরই দাউদকে প্রায় নিশ্চিদ্র নিরাপত্তায় করাচির (Karachi) হাসপাতালে ভর্তি করে পাকিস্তান (Pakistan)প্রশাসন। রিপোর্টে প্রকাশ, সামনেই দাউদের ৬৮তম জন্মদিন। ৬৮তম জন্মদিন দাউদ বিলাসবহুল কাটাবে বলে পরিকল্পনা ছিল। ইমরান খান-সহ পাকিস্তানের তাবড় হাই প্রোফাইল ব্যক্তিত্বের দাউদের জন্মদিনে হাজিরার কথা ছিল। তার আগেই ষড়যন্ত্রের জেরে দাউদকে কেউ বিষ প্রয়োগ করে হত্যার ষড়যন্ত্র করে খবর। তবে কে বা কারা এই ঘটনায় জড়িত, সে বিষয়ে মেলেনি কোনও তথ্য।
এসবের মধ্যে দাউদের মৃত্যুর খবরও রটে যায় সোমবার। এমনকী দাউদের পরিবারের নিরাপত্তা আরও আঁটসাট করে পাকিস্তানে প্রশাসন। পরিবারের পাশাপাশি দাউদের ঘনিষ্ঠ আতমীয় জাভেদ মিঁয়াদাদের নিরাপত্তাও বাড়ানো হয় বলে খবর মেলে।