Deepika Padukone (Photo Credit: Instagram)

মুম্বই, ৫ জুন: দীপিকা পাডুকোনকে নিয়ে বোমা ফেললেন মুজ়াম্মিল ইব্রাহিম (Muzammil Ibrahim)। মডেল, অভিনেতা বলেন, তাঁর সঙ্গে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সম্পর্ক ছিল টানা ২ বছর। তাঁর সঙ্গে সম্পর্কের মাঝেই দীপিকা মুম্বইতে নিজের কেরিয়ার শুরু করেন। মুম্বইতে যখন দীপিকা হাজির হন, সেই সময় মুজ়াম্মিলই ছিলেন প্রথম ব্যক্তি, যার সঙ্গে অভিনেত্রীর পরিচয় হয়। সিদ্ধার্থ কাননের একটি সাক্ষাৎকারে এবার এমনই দাবি করলেন মুজ়াম্মিল ইব্রাহিম।

আরও পড়ুন: Deepika Padukone Video: উচ্চারণের ভুলে দীপিকার ঠোঁটে ফিরল স্বামীর পরিবর্তে প্রেমিক রণবীরেরর নাম, ভাইরাল পুরনো ভিডিয়ো

মুজ়াম্মিলের কথায়, দীপিকা যখন মুম্বইতে অভিনয় জীবন শুরু করতে আসেন, সেই সময় তিনি প্রকাশ পাড়ুকোনের কন্যা হিসেবে পরিচিত ছিলেন। প্রকাশ পাড়ুকোনের কন্যা, তাই দীপিকার নিজেরপ উপর আত্মবিশ্বাসও ছিলেন উচ্চা পর্যায়ের। সেই সঙ্গে দীপিকার পরিচিতিও ভাল ছিল বাবার সূত্র ধরে। এমনও দাবি করেন মডেল অভিনেতা মুজ়াম্মিল ইব্রাহিম।

মুজ়াম্মিল জানান, দীপিকার সঙ্গে তাঁর সম্পর্কের সময়ে তিনি তারকা ছিলেন। দীপিকা সাধারণ অভিনেত্রী ছিলেন। বর্তমানে উলটো স্রোত বইছে। দীপিকা সুপারস্টার। এখন আর তাঁকে কেউ চেনেন না। তবে দীপিকা অত্যন্ত ভাল মানুষ। দীপিকার অভিনয় দেখতে তাঁর ভাল লাগে। জীবনে অনেক উন্নতি করেছেন দীপিকা। কিন্তু যা সত্যি তিনি তাই প্রকাশ করেছেন বলে জানান মুজ়াম্মিল ইব্রাহিম নামের এই মডেল, অভিনেতা।

মুজ়াম্মিলের কথায়, দীপিকা এবং তাঁর সম্পর্ক অনেক ছোট বয়সের। সেই সময় বৃষ্টিতে ভিজে রিকশায় চড়তেন তাঁরা। ওই সময় দীপিকার চেয়ে বেশি রোজগার ছিল তাঁর। ওই সময় মুজ়াম্মিল প্রথম গাড়ি কেনেন। যা দেখে দীপিকা খুব খুশি হন। ওই সময় টাকা পয়সা কম থাকলেও, তাঁদের দিন কাটত ছবির মত। এমন মন্তব্যও শোনা যায় মুজ়াম্মিলের গলায়। পাশাপাশি দীপিকার সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি আর রিকশা চড়েননি বলেও জানান মুজ়াম্মিল।

দীপিকা পাড়ুকোনের সঙ্গে সম্পর্ক নিয়ে বোমা ফেললেন মুজ়াম্মিল ইব্রাহিম, বললেন, 'আমি তারকা ছিলাম তখন দীপিকা...'