Pakistan: নিজেদের আইসোলেশনে রাখুন, ভারতীয় হাই কমিশনের ১২ অফিসারকে নির্দেশ পাকিস্তানের

ছবি আইএএনএস

ইসলামাবাদ, ২৫ মে: পাকিস্তানে (Pakistan) ভারতীয় হাই কমিশনের ১২ অফিসার যেন নিজেদের নিভৃতবাসে রাখেন, দেওয়া হল সেই নির্দেশ। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের ( Indian High Commission) তরফে দেওয়া হয়েছে ওই নির্দেশ।

রিপোর্টে প্রকাশ, সম্প্রতি ভারতীয় হাই কমিশনের এক পদস্থ আধিকারিকের স্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। ভারত থেকে পাকিস্তানে যাওয়ার পরই হাই কমিশনের ওই আধিকারিকের স্ত্রীর করোনা (Corona) রিপোর্ট পজিটিভ আসে। যে খবর প্রকাশ্য আসতেই  শোরগোল শুরু হয়ে যায়। পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের যে পদস্থ অফিসাররা রয়েছেন, তাঁদের মধ্যে কমপক্ষে ১২ জন যাতে নিজেদের আইসোলেশনে রাখেন কোভিড বিধি মেনে, সেই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুন:  Yuvika Chaudhary: 'অপমান করেছেন' নির্দিষ্ট সম্প্রদায়কে, যুবিকার গ্রেফতারির দাবিতে উত্তাল অন্তর্জাল

সম্প্রতি করোনার (COVID 19) দ্বিতীয় ঢেউয়ে কার্যত বিপর্যস্ত গোটা ভারত। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, তামিলনাড়ু, ছত্তিশগড় সহ একের পর এক রাজ্যের মানুষ করোনায় আক্রান্ত। যে ছবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে আসতেই বিশ্ব জুড়ে জল্পনা শুরু হয়ে যায়।