COVID 19 In China: চিনে গ্রামগুলিতে হু হু করে বাড়ছে করোনা, স্বাস্থ্য পরিষেবা ভাঙার আশঙ্কায় প্রেসিডেন্ট জিনপিং

গত মাসে চিন থেকে জিরো কোভিড পলিসি তুলে নেওয়া হয়। চিন জুড়ে জিরো কোভিড পলিসি তুলে নেওয়ার পর সংক্রমণের হার আরও বাড়ছে বলে জানা যায়। তবে চিনে কত মানুষ প্রতি নিয়ত আক্রান্ত হচ্ছেন, তা নিয়ে সঠিক তথ্য প্রকাশ করা হচ্ছে না বলে অভিযোগ করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।

COVID 19 In China (Photo Credit: Twitter)

বেজিং, ১৯ জানুয়ারি: লুনার নিউ ইয়ার উপলক্ষ্যে ছুটি শুরু হয়েছে চিনে (China)। লুনার নিউ ইয়ারে যখন চিন জুড়ে ছুটি শুরু হয়, সেই সময়  বহু মানুষ অবসর যাপনের জন্য গ্রামের দিকে যাচ্ছেন। তা জেরেই চিনের একাধিক গ্রামে করোনার প্রকোপ ক্রমশ বাড়তে শুরু করেছে। চিনের একাধিক গ্রামে করোনা সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায়, স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়তে শুরু করেছে। যার জেরে চিন্তার ভাঁজ পড়ছে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কপালে। লুনার নিউ ইয়ার উপলক্ষ্যে শহর থেকে যেভাবে বহু মানুষ গ্রামের দিকে যাচ্ছেন, তার জেরেই গ্রামাঞ্চলে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে বলে খবর। 

আরও পড়ুন:  COVID 19: করোনার প্রকোপ ভয়াবহ, ৩০ জানুয়ারি থেকে হংকং জুড়ে নয়া নিয়ম, দেখুন

গত মাসে চিন থেকে জিরো কোভিড পলিসি তুলে নেওয়া হয়। চিন জুড়ে জিরো কোভিড পলিসি তুলে নেওয়ার পর সংক্রমণের হার আরও বাড়ছে বলে জানা যায়। তবে চিনে কত মানুষ প্রতি নিয়ত আক্রান্ত হচ্ছেন, তা নিয়ে সঠিক তথ্য প্রকাশ করা হচ্ছে না বলে অভিযোগ করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।

চিন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট প্রকাশ্যে আসার পর তা নিয়ে ফের জল্পনা শুরু হয় প্রায় গোটা বিশ্ব জুড়ে।