COVID 19 In China: লাগামছাড়া সংক্রমণ, করোনা আক্রান্ত চিনে আত্মহত্যা করছেন বৃদ্ধরা

চিকিৎসকার অভাবে ধুঁকছেন চিনের বয়স্ক মানুষরা। ফলে চিনের বয়স্করা কোভিডে আক্রান্ত হয়ে অনেক জায়গায় আত্মহত্যা করতে শুরু করেছেন। ফলে চিনে প্রতিদিন কতজন করে করোনায় আক্রান্ত হচ্ছেন, সেই রিপোর্ট প্রকাশ্যে আনছে না জিনপিং সরকার।

ফাইল ফটো (Photo Credit: Twitter)

বেজিং, ১১ জানুয়ারি: চিনে (China) ক্রমশ খারাপ হচ্ছে কোভিড (COVID 19) পরিস্থিতি। চিনের বিভিন্ন প্রদেশে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের (Coronavirus) সংখ্যা। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা যেভাবে হু হু করে বাড়ছে, তাতে ওষুধে যেমন ঘাটতি পড়ছে, তেমনি চিকিৎসকরাও বন্ধ করে দিচ্ছেন গ্রামের বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র। চিনের বিভিন্ন প্রদেশে প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে চিনের যে পরিস্থিতি, তা আগে কখনও দেখা যায়নি বলে জানান চিকিৎসকরা। কোভিডের প্রথম দিকে চিনে প্রতি মাসে ১০০ জন করে আক্রান্ত হতেন। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চূড়ান্তভাবে। রিপোর্টে প্রকাশ, ডিসেম্বর মাসের প্রথম কয়েক দিনে চিনের এক একটি ক্লিনিকে ৫০০ জন  করে করোনায় আক্রান্ত হন। যে পরিস্থিতি আগে কখনও হয়নি বলে জানান চিকিৎসকরা।

এসবের পাশাপাশি আরও জানা যাচ্ছে, চিকিৎসকার অভাবে ধুঁকছেন চিনের বয়স্ক মানুষরা। ফলে চিনের বয়স্করা কোভিডে আক্রান্ত হয়ে অনেক জায়গায় আত্মহত্যা করতে শুরু করেছেন। ফলে চিনে প্রতিদিন কতজন করে করোনায় আক্রান্ত হচ্ছেন, সেই রিপোর্ট প্রকাশ্যে আনছে না জিনপিং সরকার। ফলে চিন নিয়ে বিশ্বের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে।

আরও পড়ুন:  COVID-19 Surge in China: গত ২০ দিনে চিনে করোনায় আক্রান্ত ২৫ কোটি মানুষ, দৈনিক মৃত্যু ৫ হাজার! জাপানেও পরিস্থিতি ভয়াবহ

প্রসঙ্গত চিনে প্রতিদিন করে কতজন করোনায় আক্রান্ত হচ্ছেন, সেই তথ্য প্রকাশ করা হোক বলে দাবি করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।



@endif