COVID 19 In China: করোনা নিয়ন্ত্রণের বাইরে, চিনের পরিস্থিতি নিয়ে নির্লিপ্ত জিংপিন সরকার

চিনের বিদেশ মন্ত্রকের দাবি, সে দেশের কোভিড পরিস্থিতি আয়ত্তের মধ্যে। তা নয়ে উদ্বেগের কোনও অবকাশ নেই বলে দাবি করা হয় বিদেশ মন্ত্রকের তরফে। চিনের স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের তরফেও একাধিকবার দাবি করা হচ্ছে, সে দেশের কোভিড পরিস্থিতি একেবারে নাগালের মধ্যে। মানুষ যাতে আতঙ্কগ্রস্থ না হন, সে বিষয়ে আবেদন জানানো হচ্ছে।

COVID 19 (Photo Credit: ANI/Twitter)

বেজিং, ২৬ ডিসেম্বর: দিন দিন করোনা (Corona) পরিস্থিতি আরও খারাপ হচ্ছে চিনে (China) । গোটা চিন জুড়ে যখন কোভিড পরিস্থিতি খারাপ হচ্ছে, সেই সময় জিংপিন সরকার কার্যত নিস্ক্রিয়। এমনই অভিযোগ করছেন চিনের সাধারণ মানুষের একাংশ। যদিও চিনের বিদেশ মন্ত্রকের দাবি, সে দেশের কোভিড পরিস্থিতি আয়ত্তের মধ্যে। তা নয়ে উদ্বেগের কোনও অবকাশ নেই বলে দাবি করা হয় বিদেশ মন্ত্রকের তরফে। চিনের স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের তরফেও একাধিকবার দাবি করা হচ্ছে, সে দেশের কোভিড পরিস্থিতি একেবারে নাগালের মধ্যে। মানুষ যাতে আতঙ্কগ্রস্থ না হন, সে বিষয়ে আবেদন জানানো হচ্ছে।

আরও পড়ুন: COVID 19 In China Video: চিনে ভয়াবহ করোনা পরিস্থিতি, প্লাস্টিকে মুড়ে বাজার করছেন দম্পতি, দেখুন ভিডিয়ো

তবে সরকার যে দাবি-ই করুক না কেন, চিনের হাসপাতালগুলি থেকে যে ছবি উঠে আসছে, তা উদ্বেগের। হাসপাতালগুলি যেমন ভর্তি, তেমনি শ্মশানগুলিও উপচে পড়ছে। পাশাপাশি মর্গে মৃতদেহ প্লাস্টিকে মোড়ানো ইঅবস্থায় পড়ে রয়েছে বলে চিন থেকে যে ছবি উঠে আসছে, তা ভয়াবহ বলেই মনে করছে গোটা বিশ্ব।