COVID 19: তথ্য গোপণ, করোনা পরিস্থিতিতে চিনের মানুষের জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ হু-এর
করোনাভাইরাসে কতজন সংক্রমিত হচ্ছেন, সেই তথ্য প্রকাশ নিয়ে চিনের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ করা হচ্ছে। চিন যাতে কোনওভাবে তথ্য গোপণ না করে,তার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে একাধিক পদক্ষেপ করা হচ্ছে।
বেজিং, ৫ জানুয়ারি: চিনের (China) করোনা পরিস্থিতি নিয়ে ফের আশঙ্কা প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) । চিনে যেভাবে হু হু করে সংক্রমণ বাড়ছে, তার জেরে আশঙ্কা প্রকাশ করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। চিনে যেভাবে করোনাভাইরাস সংক্রমণ ছড়াচ্ছে, তার জেরে বিশ্বের যে কোনও দেশে তার প্রভাব পড়তে পারে। ফলে প্রত্যেকটি দেশকে সতর্ক থাকতে হবে বলে জানানো হয়। হু-এর জেনারেল ডিরেক্টর টেডরস আধানম গেব্রেয়াসিস বলেন, চিনে কতজন করোনায় সংক্রমিত হচ্ছেন, সেই তথ্য সম্পূর্ণভাবে প্রকাশ করা হচ্ছে না। করোনা নিয়ে চিন তথ্য গোপণ করছে বলে আশঙ্কা প্রকাশ করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।
করোনাভাইরাসে কতজন সংক্রমিত হচ্ছেন, সেই তথ্য প্রকাশ নিয়ে চিনের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ করা হচ্ছে। চিন যাতে কোনওভাবে তথ্য গোপণ না করে,তার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে একাধিক পদক্ষেপ করা হচ্ছে।
আরও পড়ুন: COVID 19: করোনার জেরে নিয়মের বেড়াজাল, চিন থেকে ফ্রান্সে প্রবেশে জারি কড়া নির্দেশ
প্রসঙ্গত চিনে যেভাবে করোনা থাবা বসাতে শুরু করেছে, তার প্রভাবে যাতে কোনওভাবে ভারতে না পড়ে, তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। আন্তর্জাতিক বিমানের যাত্রীরা ভারতের যে কোনও বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে তাঁদের স্ক্রিনিং করা হচ্ছে। কোনওভাবে যাতে ভারতে করোনা নতুন করে থাবা বসাতে না পারে, তার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জারি করা হচ্ছে একাধিক নির্দেশ।