COVID 19 In China: হাসপাতালে জমছে মৃতদেহের স্তূপ, চিনে করোনা পরিস্থিতি ভয়াবহ, দেখুন ভিডিয়ো
জিংপিন প্রশাসনের তরফে চিনের করোনা পরিস্থিতি নিয়ে মুখে কুলুপ আঁটা হয়েছে। কিন্তু প্রশাসন মুখে কুলুপ আঁটলেও চিনের একাধিক হাসপাতালে যেভাবে একের পর এক মৃতদেহ শায়িত, সেই ছবি দেখে আতঙ্কে প্রায় গোটা বিশ্ব।
বেজিং, ২০ ডিসেম্বর: চিনে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শীত পড়তে না পড়তেই চিনের বিভিন্ন অংশে করোনার প্রকোপ হু হু করে বাড়তে শুরু করেছে। করোনা যেমন নতুন করে চিনে ডালপালা বিস্তার শুরু করেছে, তেমনি মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। করোনা (COVID 19) সংক্রমণের জেরে চিনের হাসপাতালগুলিতে যেমন শয্যার অভাব চোখে পড়ছে, তেমনি মৃত্যুর সংখ্যাও জিংপিন প্রশাসন লুকোতে শুরু করেছে বলে অভিযোগ। চিনে করোনা সংক্রমণ বাড়তে শুরু করায় , সেখানকার প্রত্যেক হাসপাতালে বাড়ানোর হচ্ছে শয্যার সংখ্যা। হাসপাতালে রোগীর সংখ্যা বাড়তে শুরু করায়, শয্যার সংকুলান যাতে করা যায়, সেদিকে কড়া নজর রেখেছেন সে দেশের স্বাস্থ্য আধিকারিকরা। তা সত্ত্বেও চিনে করোনায় মৃত্যুর সংখ্যা ঠেকানো যাচ্ছে না বলে মিলছে খবর। যদিও জিংপিন প্রশাসনের তরফে এ বিষয়ে মুখে কুলুপ আঁটা হয়েছে। কিন্তু প্রশাসন মুখে কুলুপ আঁটলেও চিনের একাধিক হাসপাতালে যেভাবে একের পর এক মৃতদেহ শায়িত, সেই ছবি দেখে আতঙ্কে প্রায় গোটা বিশ্ব।
আরও পড়ুন: COVID 19 In China: করোনায় মৃত্যু বাড়ছে হু হু করে, সংখ্যা লুকোচ্ছে চিন, উদ্বেগ আমেরিকার
চিনের (China) করোনা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে। ফলে ভারতের মানুষ যাতে আতঙ্কে না ভোগেন, সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। গোটা দেশ জুড়ে মানুষের টিকাকরণ করা হয়েছে। বিশেষ করে ১৮-র পর থেকে যাঁদের বয়স। ফলে ভারতে (India) যাতে করোনা ফের নতুন করে থাবা বসাতে না পারে, সে বিষয়ে তৎপর সরকার। তাই চিনের করোনা পরিস্থিতি নিয়ে ভারতের মানুষের উদ্বেগের কোনও প্রশ্ন নেই। যে কোনও পরিস্থিতির সঙ্গে লড়াই করতে সরকার প্রস্তুত বলে আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।