Coronavirus Update: চিনে করোনা ভাইরাসে মৃত্যু মিছিল, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৮০৩
করোনা ভাইরাসের (Coronavirus) ফলে সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮০০। একেকদিন প্রায় শ'খানেক মানুষ মারা যাচ্ছে এই ভাইরাসের কারণে। এখনও পর্যন্ত অন্তত ৮০৩ জন এই ভাইরাসে মারা গেছেন। আরও অন্তত ৮১ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। গত ২০০২-২০০৩ এ চিনে SARS ভাইরাস মহামারীর আকার নিয়েছিল। অন্তত ৭৭৪জন মারা গেছিল। কিন্তু এবার এই সংখ্যাটা ভয়ানক চেহারা নিয়েছে। প্রায় প্রতিদিন শ'য়ে শ'য়ে মানুষের মৃত্যু মিছিল লেগেই রয়েছে।
বেজিং, ৯ ফেব্রুয়ারি: করোনা ভাইরাসের (Coronavirus) ফলে সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮০০। একেকদিন প্রায় শ'খানেক মানুষ মারা যাচ্ছে এই ভাইরাসের কারণে। এখনও পর্যন্ত অন্তত ৮০৩ জন এই ভাইরাসে মারা গেছেন। আরও অন্তত ৮১ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। গত ২০০২-২০০৩ এ চিনে SARS ভাইরাস মহামারীর আকার নিয়েছিল। অন্তত ৭৭৪জন মারা গেছিল। কিন্তু এবার এই সংখ্যাটা ভয়ানক চেহারা নিয়েছে। প্রায় প্রতিদিন শ'য়ে শ'য়ে মানুষের মৃত্যু মিছিল লেগেই রয়েছে।
প্রায় ২,১৪৭ জনকে নতুন করে ভাইরাস আক্রান্তে চিহ্নিত করা হয়েছে। গোটা দেশজুড়ে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৬, ৬৯০। এক ৬০ বছর বয়সী মার্কিন নাগরিক চিনের উহান শহরে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন। আরেকজন ৬০ বছর বয়সী জাপান নিবাসী তিনি মারা যান। করোনা ভাইরাস বলেই সন্দেহ করা হচ্ছে। আরও পড়ুন, করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়াল ৭০০, দেশজুড়ে বাড়ছে আতঙ্ক
গতকালই চিনে (China) করোনা ভাইরাসের ফলে মৃতের সংখ্যা ছিল ৭০০। শনিবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭২২। আক্রান্তের সংখ্যার হিসেবেও বিস্তর ফারাক। টেনসেন্ট বলছে, সংক্রমিত অন্তত দেড় লাখ। তাইওয়ানের এক সংস্থার কথায়, অনিচ্ছাকৃত ভাবে হলেও আসল মৃত ও আক্রান্তের সংখ্যা প্রকাশ করে ফেলেছে টেনসেন্ট। দেশের বিভিন্ন বিমানবন্দরে (Airport) তাঁদের থার্মাল টেস্ট করা হচ্ছে। কারোর মধ্যে সংক্রমণের সামান্য আঁচ পেলেও তাঁকে হাসপাতালে ভরতি করা হচ্ছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই সংক্রমণ না থাকলেও চিন ফেরত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়ছেন।