China : তথ্য পাচারের অভিযোগে এমআইসিক্সের ১ গুপ্তচরকে আটক চিনের

২০১৫ সাল থেকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে চিনের গোয়েন্দা সংস্থা

Photo Wikipedia

গুপ্তচরবৃত্তির অভিযোগে এক বিদেশী নাগরিককে আটক করল চিন। বৃটেনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। চিনের গুপ্তচরবৃত্তি সংস্থা মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটির তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে যেখানে হুয়াং নামের এক ব্যক্তি যে কনসালটেন্সির আড়ালে ব্রিটিশ গুপ্তচরসংস্থা এমআই ৬ এর সঙ্গে কাজ করত।

যদিও ব্যক্তিটির পুরো নাম, পরিচয় প্রকাশ্যে আনেনি চিন। বিবৃতিতে তারা জানিয়েছে, ২০১৫ সাল থেকে ব্রিটেনের হয়ে গুপ্তচরবৃত্তি শুরু করে ওই ব্যক্তি। MI6 এর তরফে ট্রেনিংয়ের পাশাপাশি তথ্য পাচারের জন্য অত্যাধুনিক উফকরনও দিয়েছিল বলে জানিয়েছে চিন।

তদন্তের সময় অভিযুক্ত ব্যক্তিকে আইন অনুযায়ী কনসুলার অ্যাক্সেস দেওয়া হয়েছে। দেশের বাইরে এবং ভেতরে গুপ্তচরবৃত্তির জন্য প্রধানত দায়ী থাকে এই এমএসএস। তবে এতদিনম ধরে তারা সেভাবে নিজেদের বিস্তার না করলেও এবার সাধারণের মধ্যে ঢুকে পড়েছেন তারা। যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে  উইচ্যাটে অ্যাকাউন্টও খুলেছে এই গুপ্তচর সংস্থা।



@endif