Chile : চিলিতে ভয়াবহ দাবানলে মৃত ১৯, ক্ষতিগ্রস্থ ৪৩ হাজার হেক্টর জমি

ঘটনার জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের

Photo Credits: ANI

চিলিতে (Chille) ভয়াবহ দাবানলে প্রাণ হারালেন ১৯ জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিগত শুক্রবা থেকে আগুন লেগেও এখনও পর্যন্ত প্রায় ১ হাজারেরও বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ঘটনার জেরে উদ্ধারকার্য জারি করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মোট ৯২ স্পটে আগুনের জেরে প্রায় ৪৩ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্থ হয়েছে।

প্রচন্ড উত্তাপ, শুষ্ক আবহাওয়া এবং এল নিনোর কারণে দক্ষিণ আমেরিকার এই এলাকায় আগু ধরে যাওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়। চিলি এবং কলম্বিয়াতে (Columbia) উত্তাপ আবাড়ার কারণে তা আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং ব্রাজিলের উত্তাপও বৃদ্ধি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকার্য শুরু করা হয়েছে। এসট্রেলা এবং নাভিদাদের মতন  জায়গাগুলি ব্যপকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে আগুনের কারণে। সেখানে ৩০ টি বাড়ি আগুনে ধ্বংস হয়েছে এবং বাসিন্দাদের বাড়ির বাইরে বের করে নিয়ে আসা হয়েছে।