Kabul Car Bomb Blast: আফগানিস্তানের কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৯, জখম ২০

আফগানিস্তানের (Afghanistan) কাবুলে (Kabul) গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হলেন কমপক্ষে ৯ জন। জখম হয়েছেন ২০ জন। আজ সকালে কাবুলে বিস্ফোরণটি হয় বলে সরকারি আধিকারিকরা জানিয়েছেন। রাজধানীর পশ্চিমে গাড়ি স্পিন কালে বোমাটি বিস্ফোরণ ঘটেছে। আফগান সুরক্ষা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।

আফগানিস্তানের কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণ (Photo: Twitter)

কাবুল, ২০ ডিসেম্বর: আফগানিস্তানের (Afghanistan) কাবুলে (Kabul) গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হলেন কমপক্ষে ৯ জন। জখম হয়েছেন ২০ জন। আজ সকালে কাবুলে বিস্ফোরণটি হয় বলে সরকারি আধিকারিকরা জানিয়েছেন। রাজধানীর পশ্চিমে গাড়ি স্পিন কালে বোমাটি বিস্ফোরণ ঘটেছে। আফগান সুরক্ষা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মাসুদ অন্দারবি নিশ্চিত করেছেন যে বিস্ফোরণে ৯ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদীরা কাবুল শহরে হামলা চালিয়েছে। একজন প্রত্যক্ষদর্শী অনুরোধ করেছেন যে সরকারি কর্মকর্তারা দক্ষতার সঙ্গে কাজ করুন এবং জনসাধারণকে বিস্ফোরণ ও আক্রমণ থেকে রক্ষা করুন। আরও পড়ুন: Nepal: নেপালের সংসদ ভেঙে দেওয়ার সুপারিশ করলেন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি

গতকাল পূর্ব আফগানিস্তানে গজনীতে একটি ধর্মীয় সমাবেশের কাছে একটি মোটরবাইক বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন শিশু নিহত হয়। শিশুরা গজনি প্রদেশের একটি বাড়িতে জড়ো হয়েছিল, তখন এই মোটরবাইক বিস্ফোরণ হয়। কয়েক মাস ধরেই আফগানিস্তানে হিংসতা বৃদ্ধি পেয়েছে। যদিও সরকার এবং তালেবানরা যুদ্ধের অবসানের জন্য শান্তি আলোচনা শুরু করেছে।