Justin Trudeau: 'বিব্রতকর', নাৎসি জমানার প্রবীণকে সম্মানিত করে কড়া সমালোচনার জেরে মুখ খুললেন কানাডার PM

সম্প্রতি কানাডা সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমিরি জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টের হাজিরায় কানাডার পার্লামেন্টে সম্মানিত করা হয় ইয়ারোস্লাভ হুঙ্কা নামে নাৎসি জমানার এক প্রবীণকে।

Photo Credits: ANI

দিল্লি, ২৬ সেপ্টেম্বর: নাৎসি জমানার এক প্রবীণ সেনা কর্মীকে সম্মানিত করা নিয়ে কড়া সমালোচনার মুখে পড়েন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইয়ারোস্লাভ হুঙ্কা নামে ৯৮ বছরের ওই প্রবীণ ব্যক্তিকে কানাডার পার্লামেন্টে সম্মানিত করার জেরে ট্রুডোকে যেভাবে সমালোচনার মুখে পড়তে হয়, তার জেরে এবার মুখ খুললেন সে দেশের প্রধানমন্ত্রী। ট্রুডো বলেন, যা হয়েছে, সেই ঘটনা কানাডার পার্লামেন্ট এবং সে দেশের নাগরিকদের জন্য গভীরভাবে বিব্রতকর। প্রসঙ্গত সম্প্রতি কানাডা সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমিরি জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টের হাজিরায় কানাডার পার্লামেন্টে সম্মানিত করা হয় ইয়ারোস্লাভ হুঙ্কা নামে নাৎসি জমানার এক প্রবীণকে। ওই ঘটনার পর থেকেই ট্রুডোকে নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে যায়। ট্রুডো যা করেছেন, তার জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে নেন কানাডার হাউস অফ কমনসের স্পিকার।

আরও পড়ুন:  Canada: ইউক্রেনের প্রেসিডেন্টের হাজিরায় নাৎসি সেনাকে সম্মান কানাডার, 'বিরক্তিকর', ক্ষোভ রাশিয়ার

পাশাপাশি ট্রুডো যাতে ক্ষমা চান, সে বিষয়ে দাবি জানান কানাডার বিরোধী দলনেতাও। সোশ্যাল মিডিয়ায় ট্রুডোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কানাডার বিরোধী দলেনতা।

এদিকে জাস্টিন ট্রুডো যা করেছেন, তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাশিয়ায়। নাৎসি জমানার এক সেনা কর্মীকে কীভাবে কানাডার সংসদে সম্মান জানানো হল, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে ওই ঘটনাকে গভীরভাবে উদ্বেগজনক বলেও মন্তব্য করা হয় ক্রেমলিনের তরফে ।