Canada: আঠাশের মধ্যে ইস্তফা দিন ট্রুডো, খালিস্তানি ইস্যুর মাঝে কানাডার প্রধানমন্ত্রীকে সরানোর ডাক সাংসদদের
কানাডার সংসদে যে সাংসদরা রয়েছেন, তাঁদের বেশিরভাগ চাইছেন ট্রুডোর ইস্তফা। কানাডার পার্লামেন্টে ক্রমশ বাড়ছে জাস্টিন ট্রুডোর ইস্তফার দাবি।
দিল্লি, ২৪ অক্টোবর: কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) ইস্তফা দিন। এমনই দাবি উঠতে শুরু করেছে সে দেশের অন্দরে। কানাডার সংসদে যে সাংসদরা রয়েছেন, তাঁদের বেশিরভাগ চাইছেন ট্রুডোর ইস্তফা। কানাডার পার্লামেন্টে ক্রমশ বাড়ছে জাস্টিন ট্রুডোর ইস্তফার দাবি। যদিও কানাডার প্রধানমন্ত্রীকে এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি। খালিস্তানি (Khalistan) ইস্যুতে ভারতের সঙ্গে কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তাপ ক্রমশ উর্দ্ধমুখী। ভারতে নিষিদ্ধ খালিস্তানি জঙ্গিদের ট্রুডোকেন সমর্থন করছেন, তা নিয়ে দিল্লির তরফে একাধিক প্রশ্ন তোলা হয়। পাশাপাশি বিষয়টিকে আন্তর্জাতিক মহলেও নিয়ে যায় দিল্লি।
ভারতের সঙ্গে কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তাপ যখন বাড়ছে, সেই সময় তাঁর ইস্তফার দাবি ঘিরে পার্লামেন্টও উত্তাল হচ্ছে। ফলে জাস্টিন ট্রুডো সবদিক থেকেই চাপে পড়ছেন বলে মনে করছে কূটনৈতিক মহল।
প্রসঙ্গত ২৮ অক্টোবরের মধ্যে দাস্টিন ট্রুডোকে ইস্তফা দিতে হবে বলে সে দেশের বহু সাংসদ সময়সীমা বেঁধে দিয়েছেন।