Canada: কানাডায় অন্টেরিওতে গুলি, নিহত ৫
নিহতদের মধ্যে ৩ জন শিশু রয়েছে বলে জানা গেছে
কানাডায় সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত ৫। ঘটনাটি ঘটেছে কানাডার দক্ষিণ অন্টেরিতে।নিহতদের মধ্যে ৩ জন শিশু রয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে সোমবার সকাল ১০.২০ নাগাদ একটি ফোন আসে এবং জানা যায় যে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। এর ঠিক দশ মিনিটের মাথায় আরও একটি ফোন আসে পুলিশের কাছে যেখানে আরও একটি ব্যাক্তির মৃত্যুর সংবাদ পাওয়া যায়।তদন্তকারীরা জানিয়েছেন যে তারা যথাক্রমে ৬ বছর এবং ১২ বছরের দুটি ছেলের দেহ উদ্ধার করেছে। কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের পক্ষ থেকে জানা গেছে এমনই তথ্য।
ব্যক্তিগত হিংসার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
এই প্রথম নয় এর আগে গত মাসে ওটাওয়াতে গুলি চালানোর ঘটনায় ২ জন মানষের মৃত্যু এবং ৬ জন মানুষ আহত হয়েছিলেন। ওটাওয়া ইন্টারন্যাশন্যাল এয়ারপোর্টের কাছে একটি ইনফিনিটি কনভেনশন সেন্টারে অনিষ্ঠিত হওয়া এক প্রোগ্রামে আচমকা হামালা করতে শুরু করে ১ ব্যক্তি। যার জেরে মৃত্যু হয় ২ জনের।