California Declares Statewide Stay-At-Home: করোনা রুখতে বাড়িতেই থাকুন, নির্দেশিকা জারি করলেন ক্যালিফোর্নিয়া স্টেট গভর্নর
আগামী আট সপ্তাহে মোট জনসংখ্যার ৫৬ শতাংশ আক্রান্ত হতে পারে। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার (California Declares Statewide Stay-at-home) জরুরি পরিষেবা দপ্তরের এমন রোমহর্ষক ঘোষণার পরে পরেই নয়া নির্দেশাবলী জারি করেছেন গভর্নর গোভিন নিউজম। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, করোনাভাইরাস দ্রুত গতিতে ছড়াচ্ছে। তাই সকলে বাড়িতেই থাকুন। যাতে সংক্রমণ এড়াতে পারেন। বৃহস্পতিবার থেকেই এই নির্দেশ জারি হয়েছে। ততদিন এই নির্দেশ জারি থাকবে যতদিন না পরিস্থিতির উন্নতি হচ্ছে। জরুরি পরিষেবা গুলি খোলাই থাকবে। যেমন রান্নার গ্যাস, ওষুধ, খাবারদাবারের দোকান, সবজি মার্কেট, ডেলিভারি ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি।
ওয়াশিংটন, ২০ মার্চ: আগামী আট সপ্তাহে মোট জনসংখ্যার ৫৬ শতাংশ আক্রান্ত হতে পারে। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার (California Declares Statewide Stay-at-home) জরুরি পরিষেবা দপ্তরের এমন রোমহর্ষক ঘোষণার পরে পরেই নয়া নির্দেশাবলী জারি করেছেন গভর্নর গোভিন নিউজম। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, করোনাভাইরাস দ্রুত গতিতে ছড়াচ্ছে। তাই সকলে বাড়িতেই থাকুন। যাতে সংক্রমণ এড়াতে পারেন। বৃহস্পতিবার থেকেই এই নির্দেশ জারি হয়েছে। ততদিন এই নির্দেশ জারি থাকবে যতদিন না পরিস্থিতির উন্নতি হচ্ছে। জরুরি পরিষেবা গুলি খোলাই থাকবে। যেমন রান্নার গ্যাস, ওষুধ, খাবারদাবারের দোকান, সবজি মার্কেট, ডেলিভারি ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি।
গভর্নর জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ রুখতে এটিই প্রথম রাজ্যব্যাপী শক্তিশালী বিধিনিষেধ। যা মানতে সকলেই বাধ্য। ঠিক একই নির্দেশিকা জারি হয়েছে, লস অ্যাঞ্জেলস ও সানফ্রান্সিসকো-র উপকূলীয় এলাকায়। মার্কিন মুলুকে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা সাড়ে ১১ হাজার ছুঁয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বহু টেস্টের ফলাফল এখনও হাতে আসেনি। তা এসে গেলেই আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। আরও পড়ুন- Nirbhaya Case Convicts Hanged: 'আমি মেয়ের ছবিকে জড়িয়ে ধরে বললাম, তুমি সুবিচার পেয়েছো'
জানা গিয়েছে রাজ্যজুড়ে সব লকডাউন হয়ে গেলেও। সরকারের জরুরি পরিষেবা সংক্রান্ত অফিস খোলা থাকবে। থানাতে পুলিশ সক্রিয় থাকবে। সরকারি তরফে কোনও প্রচার চালানো হলে তারও ব্যবস্থা হবে। সমস্ত রেস্তরাঁ, বার, নাইটক্লাব, জিম, ফিটনেস স্টুডিও, বিনোদনের যাবতীয় জায়গা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান সবই আপাতত বন্ধ থাকবে।