AstraZeneca-Oxford COVID-19 Vaccine: ফের ভ্যাকসিন বিপর্যয়, অ্যাস্ট্রাজেনেকার ট্রায়ালে অংশগ্রহণকারীর মৃত্যু ব্রাজিলে
অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি করোনাভাইরাস ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে অংশগ্রহণকারী (COVID-19 Vaccine Trial Volunteer) স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। এই চাঞ্চল্যকর খবর দিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ অ্যানভিসা। রয়টার্সের রিপোর্ট বলছে, তবে স্বেচ্ছাসেবকের মৃত্যু হলেও ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ অব্যাহত রাখা হবে। যাঁরা পরীক্ষামূলক প্রয়োগে অংশ নিয়েছেন তাঁদের চিকিৎসা সংক্রান্ত তথ্য গোপন রাখা হয়েছে। এর থেকে বেশি কোনও খবর প্রকাশ্যে আসেনি। করোনাভাইরাসকে প্রতিহত করতে শুরু থেকেই প্রতিষেধক আবিষ্কারে কাজ শুরু করেছেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা।
ব্রাজিল, ২২ অক্টোবর: অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি করোনাভাইরাস ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে অংশগ্রহণকারী (COVID-19 Vaccine Trial Volunteer) স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। এই চাঞ্চল্যকর খবর দিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ অ্যানভিসা। রয়টার্সের রিপোর্ট বলছে, তবে স্বেচ্ছাসেবকের মৃত্যু হলেও ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ অব্যাহত রাখা হবে। যাঁরা পরীক্ষামূলক প্রয়োগে অংশ নিয়েছেন তাঁদের চিকিৎসা সংক্রান্ত তথ্য গোপন রাখা হয়েছে। এর থেকে বেশি কোনও খবর প্রকাশ্যে আসেনি। করোনাভাইরাসকে প্রতিহত করতে শুরু থেকেই প্রতিষেধক আবিষ্কারে কাজ শুরু করেছেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা। গত মাসে ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা বিরাট এক প্রতিবন্ধকতার মুখে পড়ে। ইংল্যান্ডের এক স্বেচ্ছাসেবক আচমকা অসুস্থ হয়ে পড়লে সেখানে পরীক্ষামূলক প্রয়োগ বন্ধ রাখা হয়। আরও পড়ুন- Reshma Khan: ১ দিনের জন্য প্রধানমন্ত্রী হলে দেশের মহিলাদের জন্য বোরখা হিজাব নিষিদ্ধ করতেন, সাহসী মন্তব্য রেশমা খানের
জানা গিয়েছিল, ওই রোগীর মেরুদণ্ডে প্রদাহ শুরু হয়েছে। এই রোগটি সাধারণত ট্রান্সভার্স মেল্যাইটিস হিসেবেই পরিচিত। ইংল্যান্ডে ফের ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে। অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি মিলেছে ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায়। আমেরিকাতেও খুব শিগগির অ্যাস্ট্রাজেনেকার ব্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইতিমধ্যেই এক স্বেচ্ছাসেবকের অসুস্থতার কারণ পর্যালোচনা করেছে। মার্কিন মুলুকে চারটি ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে সম্ভাব্য ভ্যাকসিন তৈরি ও পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে। অ্যাস্ট্রাজেনেকা তার মধ্যে অন্যতম।