Father Threatened Doctor For Child: বোন নয়, যমের দুয়োরে কাঁটা দিলেন বাবা! চিকিৎসককে বন্দুক দেখিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন ছেলেকে
বোন নয়, যমের দুয়োরে কাঁটা দিলেন বাবা! চিকিৎসককে (Doctor) বন্দুক দেখিয়ে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন ছেলেকে (Son)। ভাবছেন এ আবার কী আজব কথা! তবে বলি, সম্প্রতি টেক্সাসে (Texas) ঘটে গিয়েছে অবাক করার মত এমনই এক ঘটনা। চিকিৎসককে বন্দুক দেখিয়ে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে সন্তানকে ফিরিয়ে এনেছেন এক বাবা। জানা গিয়েছে, তার সন্তানের ব্রেন ডেথ হয়ে যায়। চিকিৎসকরা তার সন্তানের লাইফ সাপোর্ট মেশিন (Life Support Machine) পর্যন্ত বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়ে দেন। আর তখনই রুখে দাঁড়ান তিনি। ছেলের চিকিৎসা দ্রুত চালু করতে চিকিৎসকের সামনে বন্দুক উঁচিয়ে বসেন তিনি। আশ্চর্যের কথা চিকিৎসা চালু করতেই বেঁচে ওঠে তার ছেলে। টেক্সাসের হিউস্টনের টমবাল মেডিকেল সেন্টারের (Tomball Regional Medical Centre) এই ঘটনায় হতবাক সকলে।
টেক্সাস, ৩১ অক্টোবর: বোন নয়, যমের দুয়োরে কাঁটা দিলেন বাবা! চিকিৎসককে (Doctor) বন্দুক দেখিয়ে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন ছেলেকে (Son)। ভাবছেন এ আবার কী আজব কথা! তবে বলি, সম্প্রতি টেক্সাসে (Texas) ঘটে গিয়েছে অবাক করার মত এমনই এক ঘটনা। চিকিৎসককে বন্দুক দেখিয়ে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে সন্তানকে ফিরিয়ে এনেছেন এক বাবা। জানা গিয়েছে, তার সন্তানের ব্রেন ডেথ হয়ে যায়। চিকিৎসকরা তার সন্তানের লাইফ সাপোর্ট মেশিন (Life Support Machine) পর্যন্ত বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়ে দেন। আর তখনই রুখে দাঁড়ান তিনি। ছেলের চিকিৎসা দ্রুত চালু করতে চিকিৎসকের সামনে বন্দুক উঁচিয়ে বসেন তিনি। আশ্চর্যের কথা চিকিৎসা চালু করতেই বেঁচে ওঠে তার ছেলে। টেক্সাসের হিউস্টনের টমবাল মেডিকেল সেন্টারের (Tomball Regional Medical Centre) এই ঘটনায় হতবাক সকলে।
জানা গিয়েছে, ওই ব্যক্তির (Person) নাম জর্জ পিকারিং (দুই)। বয়স ঊনষাট বছর। ব্রেন ডেথ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তার ছেলে জর্জ পিকারিংকে(তিন)। যার বয়স সাতাশ বছর। কিন্তু আশার আলো না দেখতে পেয়ে পিকারিং-এর বাবাকে একরকম জবাব দিয়ে দেন চিকিৎসকেরা। এমনকী তার লাইফ সাপোর্ট মেশিনটিও বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়ে দেন। আর সেখানেই বাঁধে গণ্ডগোল। একেবারে বন্দুক উঁচিয়ে তাদের উপর চড়াও হন বাবা। বন্দুক ধরে দাঁড়িয়ে থাকেন পাক্কা ৩ ঘণ্টা। আরও পড়ুন: Locals Steal Chickens After Truck Crash: দুর্ঘটনায় থমকে ট্রাক, দেদার মুরগি লুট স্থানীয়দের: ভিডিও
ঘটনার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জর্জ বলেন, "আমি জানতাম আমার ছেলের কিছু হয়নি। ও বেঁচে উঠবে।" সেরে উঠে ছেলের বক্তব্য, “এখানে আইন ভঙ্গ করা হয়েছিল। যা করা হয়েছে, তা ভালোর জন্য করা হয়েছে। এই জন্যই এখন আমি বেঁচে আছি। এটা পুরোটাই আমার প্রতি স্নেহের বশবর্তী হয়ে করা হয়েছিল।" তিনি আরও বলেন, "নিজের সন্তানকে রক্ষা করা মা-বাবার কর্তব্য। উনি তাই করেছেন। " এদিকে, এই অভিযোগে মিঃ পিকারিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest) নেমে এসেছিল। জেল খাটতে পর্যন্ত হয়েছিল তাঁকে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)