Boat Carrying 400 People Adrift: মাল্টা ও গ্রীসের মাঝে ৪০০ যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে থমকে পরিযায়ী জাহাজ

নৌকার মধ্যে অনেকেই আতঙ্কিত, এবং অনেকেই গুরুতর অসুস্থ বলে জানা গেছে। যার মধ্যে গর্ভবতী মহিলাও রয়েছেন

Photo Credit Reuters

উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পথে পরিযায়ী মানুষের সংখ্যা ক্রমশই বাড়ছে। আর যার ফলে পাল্লা দিয়ে বাড়ছে নৌদুর্ঘটনা। সম্প্রতি একটি  নৌকায় ৪০০ জনকে নিয়ে পাড়ি দেওয়ার পথে তা মাঝপথেই বন্ধ হয়ে যায় এবং ভাসমান অবস্থায় তা রয়েছে গ্রীস ও মাল্টার মধ্যে। ক্যাপ্টেন জাহাজ ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে। নৌকার নীচের ডেকে জল জমতে শুরু করেছে।মাল্টা এবং গ্রীসের মধ্যে আপাতত অবস্থান করে রয়েছে ওই নৌকা বলে জানা গেছে।

নৌকা থেকে পাওয়া তথ্য মারফত জানা গেছে লিবায়ার তোবরুক থেকে জাহাজটি ছেড়েছিল গন্তব্যের দিকে।একটি জার্মান স্বেচ্ছাসেবী সংস্থা সি ওয়াটার ইন্টারন্যাশন্যাল জানিয়েছে,  নৌকার মধ্যে থাকা যাত্রীরা অত্যাধিক বিপদজনক পরিস্থিতিতে রয়েছেন  এবং ইউরোপীয় ইউনিয়নকে এর সাহায্য করার জন্য আহব্বানও জানিয়েছেন তারা।

নৌকার মধ্যে অনেকেই আতঙ্কিত, এবং অনেকেই গুরুতর অসুস্থ বলে জানা গেছে। যার মধ্যে গর্ভবতী মহিলাও রয়েছেন।

অন্য একটি জার্মান স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছে , রবিবার একটি ভিন্ন নৌকাডুবি ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ২৩ জন পরিযায়ী মানুষ।

গত সপ্তাহে মালটাতে ৪৪০ জনকে প্রায় ১১ ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার করা হয়েছে।এছাড়া শনিবার ইতালি যাওয়ার পথে নৌকা ডুবির ঘটনায় ৪ জন মৃত এবং ২৩ জন এখনও নিখোঁজ বলে জানা গেছে।