Bill and Melinda Gates Announce To End Marriage: ২৭ বছরের দাম্পত্যে ইতি, একসঙ্গে কাজ করার বার্তা বিল ও মেলিন্ডা গেটসের

২৭ বছরের দাম্পত্যে ইতি টানছেন মাইক্রোসফটের যুগ্ম প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট দানবীর বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটস (Bill and Melinda Gates)৷ এই প্রসঙ্গে তাঁদের বক্তব্য, “আগামী দিনগুলি স্বামী স্ত্রী হিসেবেই দুজনে কাটিয়ে দিতে পারব, এই বিশ্বাস আর আমাদের মধ্যে নেই৷”

বিল ও মেলিন্ডা গেটস (Photo Credits: Facebook)

ওয়াশিংটন, ৪মে: ২৭ বছরের দাম্পত্যে ইতি টানছেন মাইক্রোসফটের যুগ্ম প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট দানবীর বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটস (Bill and Melinda Gates)৷ এই প্রসঙ্গে তাঁদের বক্তব্য, “আগামী দিনগুলি স্বামী স্ত্রী হিসেবেই  দুজনে কাটিয়ে দিতে পারব, এই বিশ্বাস আর আমাদের মধ্যে নেই৷” বিল ও মেলিন্ডার ওই দ্বৈত বিবৃতি ইতিমধ্যেই মাইক্রোসফটের কো-ফাউন্ডারের টুইটার হ্যান্ডলে এই বিবৃতি প্রকাশ হয়েছে৷ সেই বিবৃতিতে লেখা আছে, “বৈবাহিক সম্পর্ক নিয়ে বিস্তর আলাপ আলোচনা ও চিন্তা ভাবনার পর আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এবার আমাদের দাম্পত্য জীবনে ইতি টানার সময় এসেছে৷ গত সাত বছরে আমরা দুজনে তিন তিনজন দারুণ ছেলেমেয়েকে বড় করেছি৷ একই সঙ্গে এমন এক প্রতিষ্ঠান তৈরি করেছি যা বিশ্বের সমস্ত মানুষকে উৎপাদনক্ষম ও স্বাস্থ্যবান করবে৷” আরও পড়ুন-Mamata Banerjee-Governor Meeting: বৈঠক শেষে মমতা বন্দোপাধ্যায়ের ইস্তফাপত্র গ্রহণ করলেন রাজ্যপাল জগদীপ ধনখর

তবে যাইহোক এই যুগল জানিয়েছেন, তাঁরা এক সঙ্গে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাজ দেখাশোনা করবেন৷ ইতিমধ্যেই দুজনে তাঁদের সম্পত্তির বিলি ব্যাবস্থা ফাউন্ডেশনের জন্য রেখেছেন৷   বিবাহ বিচ্ছেদের পরেও সমাজ সংস্কারের কাজে তাঁরা পৃথক হচ্ছেন না৷ এই প্রসঙ্গে তাঁদের বক্তব্য, “আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পরস্পরের মতামত আদানপ্রদান করব৷ ফাউন্ডেশনের কাজ একসঙ্গে করলেও এক ছাদের নিচে সংসার করে যাওয়া আর সম্ভব নয়৷ এই নতুন পথচলায় আমাদের নিজেদের জন্য এবং পরিবারের জন্য স্পেস ও প্রাইভেসি চাইছি৷”