Times Square-এ নাশকতার ছক,‌ গ্রপ্তার এক বাংলাদেশি যুবক

যে সে জায়গা নয় একেবারে আমেরিকার টাইমস স্কোয়ারে নাশকতার ছক কষেছিল বাংলাদেশি যুবক।

প্রতীকী ছবি(Photo Credit: Pixabay)

নিউইয়র্ক, ৯ জুন, ২০১৯:‌ যে সে জায়গা নয় একেবারে আমেরিকার টাইমস স্কোয়ারে (Times Square) নাশকতার (Terror Attack)ছক কষেছিল বাংলাদেশি যুবক(Bangladeshi Youth)। বয়স ২২ বছর। যুবকের নাম আশিকুল আলম। ব্রুকলিন থেকে গ্রেফতার করা হয় তাকে। দীর্ঘদিন ধরেই তাঁর উপর নজরদারী চালাচ্ছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। অবশেষে গোয়েন্দাদের পাতা ফাঁদে পা দিয়েই গ্রেপতার হয় সে।

২০১৮ সাল থেকেই আশিকুলের উপর নজর রাখছিল এফবিআই-এর(FBI) এক গুপ্তচর। হামলার সঙ্গী ভেবে ওই গুপ্তচর সঙ্গে নিয়েই টাইমস স্কোয়ারে হামলার পরিকল্পনা করে আশিকুল। হামলার ছক সাজাতে ওই গোয়েন্দাকে সঙ্গে নিয়েই ম্যানহাটনের বিভিন্ন জায়গার ছবি তোলে সে।আরও পড়ুন, আফগানিস্থান বোমাবর্ষণে খতম আইএস–এর কেরল মডিউলের জঙ্গি নেতা রশিদ আবদুল্লা

এফবিআইয়ের দাবি আত্মঘাতী বিস্ফোরণ অথবা বন্দুক চালানোর ছক ছিল আশিকুলের। আইএস ভক্ত আশিকুল সম্প্রতি চোখে লেজার সার্জারি করিয়েছিল। সমস্ত প্রস্তুতিই সে সেরে ফেলেছিল। আর কেই তার সঙ্গে জড়িত কিনা সেটা তদন্ত করে েদখছেন গোয়েন্দারা।