IPL Auction 2025 Live

Bangladesh: চট্টগ্রামে হিন্দুদের উপর হামলা, বাংলাদেশ পদক্ষেপ করুক, ঝাঁঝাল দিল্লি

ওসমান আলি নামে এক যুবক ইসকন নিষিদ্ধ করা হোক বলে ফেসবুকে পোস্ট করে। তা থেকেই ছড়ায় উত্তেজনা। ওসমানের পোস্টের পর হিন্দুরা হাজারি লেন এলাকায় প্রতিবাদ, বিক্ষোভ শুরু করে।

Randhir Jaiswal (Photo Credit: ANI/X)

দিল্লি, ৭ নভেম্বর: বাংলাদেশে (Bangladesh) হিন্দু (Hindu) সম্প্রদায়ের মানুষের উপর হামলার ঘটনায় ফের মুখ খুলল ভারত। চট্টগ্রামে যেভাবে হিন্দুদের উপর হামলা হয়েছে, তাঁদের বাড়িঘর, দোকানপাট লুট করা হয়েছে, তা অত্যন্ত নিন্দার। বাংলাদেশ সরকার যাতে ওই ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে, সে বিষয়ে দিল্লির (Delhi) তরফে আর্জি জানানো হয়েছে বলে জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal)। বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে যা হচ্ছে, তার দিকে নজর রয়েছে। এই ধরনের ধর্মীয় মৌলবাদ যাতে ইউনূস সরকার বন্ধ করে, সে বিষয়েও দিল্লির তরফে আর্জি জানানো হয়। মৌলবাদীদের হাত থেকে যাতে হিন্দুদের রক্ষা করা হয়, সেই আর্জি ফের বাংলাদেশ সরকারের কাছে জানানো হয়েছে বলে বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে জানান রণধীর জয়সওয়াল।

আরও পড়ুন: Bangladesh Shocking Video: চট্টগ্রামে হিন্দুদের উপর 'হামলা' চালাচ্ছে বাংলাদেশের সেনা? ভিডিয়ো পোস্ট তসলিমার

সম্প্রতি ওসমান আলি নামে এক যুবক ইসকন নিষিদ্ধ করা হোক বলে ফেসবুকে পোস্ট করে। তা থেকেই ছড়ায় উত্তেজনা। ওসমানের পোস্টের পর হিন্দুরা হাজারি লেন এলাকায় প্রতিবাদ, বিক্ষোভ শুরু করে। যার জেরে উত্তেজনা ছড়ালে বিক্ষোভকারীদের সরাতে বাংলাদেশের পুলিশ এবং সেনা বাহিনী লাঠিচার্জ করে বলে ভিডিয়োতে উঠে আসে। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এলে, তা নিয়ে জোরদার সমালোচনা শুরু হয়ে যায়।