Bangladesh Unrest: আওয়ামী লিগের কর্মীরা মার খাচ্ছেন, হাসিনা কি বাংলাদেশে ফিরবেন? উত্তর দিলেন পুত্র জয়
জয় বলেন, শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না বলে তিনি জানিয়েছিলেন। তবে গত ২ দিনে পরিস্থিতির বহু পরিবর্তন হয়েছে। আওয়ামী লিগের নেতা, কর্মীদের উপর অত্যাচার হচ্ছে। ফলে দলের মানুষকে কখনও একা ফেলে তাঁরা কথায় সরবেন না বলে আশ্বাস দেন সজীব ওয়াজেদ জয়।
ঢাকা, ৮ অগাস্ট: শেখ হাসিনা (Sheikh Hasina) কি আর বাংলাদেশে (Bangladesh) ফিরবেন? এমন প্রশ্নের উত্তরে সংবাদ সংস্থা পিটিআইকে হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wazed Joy) জানান, তাঁর মা বাংলাদেশে ফিরবেন। তবে শেখ হাসিনা রাজনীতির মধ্যে থেকে বাংলাদেশে ফিরবেন না তিনি অবসর নেবেন, তা সময় বলবে। পাশাপাশি শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাওয়ার পর থেকে আওয়ামী লিগের কর্মীদের উপর যে অত্যাচার হচ্ছে এবং সে দেশের সংখ্যালঘু মানুষের উপর যে অত্যাচার চলছে, সেই অবস্থায় শেখ মুজিবুর রহমানের পরিবার তাঁদের সঙ্গে রয়েছেন। মুজিবুর রহমানের পরিবার কখনও দেশের মানুষের পাশ থেকে সরবে না বলেও মন্তব্য করেন সজীব ওয়াজেদ।
আরও পড়ুন: Bangladesh Unrest: বাংলাদেশের সংখ্যালঘুরা কেমন আছে, নজর রাখছে ভারত, জানাল বিদেশমন্ত্রক
জয় বলেন, শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না বলে তিনি জানিয়েছিলেন। তবে গত ২ দিনে পরিস্থিতির বহু পরিবর্তন হয়েছে। আওয়ামী লিগের নেতা, কর্মীদের উপর অত্যাচার হচ্ছে। ফলে দলের মানুষকে কখনও একা ফেলে তাঁরা কথায় সরবেন না বলে আশ্বাস দেন সজীব ওয়াজেদ জয়। সেই সঙ্গে বাংলাদেশে গণতন্ত্র ফিরলে শেখ হাসিনা আবার সে দেশে যাবেন বলে জানান প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র।
এসবের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ধন্যবাদ জানান সজীব ওয়াজেদ। মুশকিল সময়ে ভারত যেভাবে শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে এবং বাংলাদেশে যাতে শান্তি প্রতিষ্ঠা হয়, সেই চেষ্টা করছে, তার জন্যও ধন্যবাদ জানান জয়।