Bangladesh: ধর্ম নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ, বাংলাদেশে মারধর হিন্দু কিশোরকে
রিপোর্টে প্রকাশ, বুধবার রাতে খুলনার সোনাডাঙার বাসিন্দা ওই কিশোরকে মারধর করা হয়। নবী মহম্মদকে অপমান করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে উৎসব। এরপরই তাকে মারধর করা হয় বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা, ৬ সেপ্টেম্বর: উৎসব মণ্ডল নামে এক তরুণকে মারধরের অভিযোগ উঠল বাংলাদেশে (Bangladesh। নবী মহম্মদের নামে বিরূপ মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে উৎসব। এই অভিযোগেই বছর ১৫-র ওই কিশোরকে মারধর করা হয় বলে খবর।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মহম্মদ তাজমুল ইসলাম জানান, উৎসব মণ্ডল জীবিত। তার চিকিৎসা চলছে। উৎসবকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে উৎসবের শারীরিক অবস্থা বর্তমানে অনেকটাই স্থিতিশীল বলে জানান ওই পুলিশ আধিকারিক।
শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস পূর্ণ হতেই বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Muhammad Yunus) মুখ খোলেন। ইউনুস বলেন, বাংলাদেশে সংখ্যালঘু মানুষের উপর অত্যাচারের ঘটনা নিয়ে খবর 'অতিরঞ্জিত'। ওই সমস্ত ঘটনা যতটা না সাম্প্রদায়িক, তার তুলনায় অনেক বেশি রাজনৈতিক বলেও দাবি করেন ইউনুস।