Baba Vanga New Year 2022 Predictions: মহামারী থেকে অ্যালিয়েন হামলা, ২০২২ সাল কেমন যাবে? দেখুন বাবা ভাঙার ভবিষ্যতবাণী

২০২২ সালে পৃথিবীর অ্যালিয়েন হামলা চালাতে পারে বলে নাকি ভবিষ্যতবাণী করেন বাবা ভাঙা। বাবা ভাঙার অনুগামীরা বিশ্বাস করেন, বুলগেরিয়ার ওই ব্যক্তি কোনওভাবে অ্যালিয়েনদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন।

Baba Vanga (Photo Credits : Wikimedia )

কেমন যাবে ২০২২ সাল? কজন তাঁর ভবিষ্যত সম্পর্কে আগাম ধারণা করতে পারেন? এমনই রহস্যময় একাধিক ব্যক্তিত্ব নাকি পৃথিবীতে আগে ছিলেন। নস্ত্রাদামুসের মতো যাঁরা একের পর এক ভবিষ্যতবাণী করেছেন। নস্ত্রাদামুসের মতো এমনই একজন হলেন বাবা ভাঙা (Baba Vanga)। ২০২২ সাল কেমন কাটবে, তা নাকি আগে থেকেই জানিয়েছিলেন বাবা ভাঙা।  বুলগেরিয়ার (Bulgarian Seer) এই ব্যক্তি আগে থেকেই ২০২২ সালের ভবিষ্যতবাণী করেছিলেন। যা ২০২১ সাল শেষের মুখে ফের ভাইরাল হতে শুরু করেছে। বাবা ভাঙা বুলগেরিয়ার এক অন্ধ ব্যক্তি ছিলেন। ১৯৯৬ সালের ১১ অগাস্ট মৃত্যু হয় বাবা ভাঙার। মৃত্যুর আগে বাবা ভাঙার মৃত্যু হয়। মৃত্যুর আগে কী কী জানিয়েছিলেন বাবা ভাঙা দেখুন...

আরও পড়ুন:  Sushmita Sen: সম্পর্ক শেষে প্রেম ছিল, রোহমানের সঙ্গে বিচ্ছেদ বাঙালি-কন্যা সুস্মিতা সেনের

১. ২০২২ সালে আবরও একটি মহামারী হানা দিতে পারে পৃথিবীতে। বরফের নীচে এমন একটি ভাইরাস লুকিয়ে রয়েছে, যার দ্বারা ফের গোটা বিশ্ব জুড়ে হামলা করতে পারে আরও একটি মহামারী।

২. জনসংখ্যা ক্রমাগত বাড়ছে গোটা পৃথিবী (World)জুড়ে। গোটা পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির জেরে ২০২২ সালে জলসঙ্কট দেখা দিতে পারে প্রকটভাবে।

৩. পঙ্গপাল হানা দিতে পারে ভারতের বিভিন্ন অংশে। পঙ্গপালের হানাদারিতে ভারতের বিভিন্ন প্রান্তে ফসলের প্রভূত ক্ষতি হতে পারে।

৪. ২০২২ সালে পৃথিবীর অ্যালিয়েন হামলা চালাতে পারে বলে নাকি ভবিষ্যতবাণী করেন বাবা ভাঙা। বাবা ভাঙার অনুগামীরা বিশ্বাস করেন, বুলগেরিয়ার ওই ব্যক্তি কোনওভাবে অ্যালিয়েনদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন।

৫. ২০২২ সালে গোটা বিশ্ব জুড়ে প্রাকৃতিক বিপর্য বাড়তে পারে। অস্ট্রেলিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে কোথাও বন্যা, কোথাও ভূমিকম্প দেখা দিতে পারে।

৬. ২০২২ সালে বাড়বে মানুষের সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি। এমন ভবিষ্যতবাণী করেন বাবা ভাঙা।

এখন দেখা যাক, বুলগেরিয়ার অন্ধ ব্যক্তি বাবা ভাঙা যা বলেছিলেন ২০২২ সাল সম্পর্কে, তা কতদূর সত্যি হয়। তবে ২০২২ সাল যাতে প্রত্যেকের জীবন ভাল সময় নিয়ে আসে, সেই আশাতেই বছর শেষ করছেন মানুষ।